Ajker Patrika

ফায়ার সার্ভিস সপ্তাহে নানা আয়োজন

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ০৮
ফায়ার সার্ভিস সপ্তাহে নানা আয়োজন

‘মুজিববর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই স্লোগানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন শুরু হয়েছে।

এ উপলক্ষে দেশের অন্যান্য স্থানের ন্যায় গতকাল নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খবর আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো।

নেত্রকোনা: নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। গতকাল শহরের পাটপট্টি এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি ও পৌরসভা মেয়র আলহাজ নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

শেরপুর: শেরপুর শহরের নারায়ণপুর ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ডিএম সাদিক আল শাফিন ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়া। সভাপতিত্ব করেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।

গতকাল মেলান্দহের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। গতকাল কলমাকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে এ উপলক্ষে এক আলোচন সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত