Ajker Patrika

রায়পুরে ঋণগ্রস্ত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
রায়পুরে ঋণগ্রস্ত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে দেলোয়ার হোসেন (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বামনী ইউনিয়নের উত্তর বামনী গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনদের ধারণা, সকালে কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রায় ৭ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। তিনি ছিলেন একজন চা দোকানি।

দেলোয়ার হোসেনের স্ত্রী হাছিনা বেগম (৫২) বলেন, তাঁর দুই চোখ অন্ধ। ছেলে মো. মামুন প্রবাসে থাকেন। পুত্রবধূ সাথী আক্তার বসবাস করেন কেরোয়া গ্রামের পিত্রালয়ে। ঘরে তাঁরা স্বামী-স্ত্রী দুজন থাকেন। তাঁর ও প্রতিবেশী কয়েকজনের নামে প্রায় ৭ লাখ টাকা ঋণ নেন স্বামী। গত মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে তাঁকে খুব মারধর করেন। খবর পেয়ে প্রতিবেশীরা এসে তাঁকে পিত্রালয়ে নিয়ে যান। সকালে প্রতিবেশীদের নির্মাণকাজের শ্রমিকেরা এসে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে তিনিও আসেন। হতাশাগ্রস্ত হয়েই তিনি এমনটি করেছেন বলে তাঁর ধারণা।

প্রতিবেশী মোহাম্মদ পাঠান বলেন, বিভিন্ন এনজিও থেকে তিনি স্ত্রীর নামে ২ লাখ টাকা, প্রতিবেশী ইব্রাহীমের নামে এক লাখ ৬৫ হাজার টাকা, ফারুক হোসেনের নামে ৭০ হাজার টাকা, রিয়াজ ভূঁইয়ার নামে সিএনজিচালিত অটোরিকশা বাবদ এক লাখ ৭০ হাজার টাকা ঋণ নেন। এভাবে তিনি প্রায় ৭ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরেই তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃদ্ধের মেয়ে ফারজানা আক্তার পলি বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত