কামাল হোসেন সরকার, হোমনা
বেহাল হয়ে পড়ে রয়েছে হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এ ছাড়া মাঠজুড়ে রাখা হয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। এ কারণে সেখানে খেলাধুলা করতে পারে না কেউ।
জানা গেছে, হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করতে পৌরভবনের সামনে ১৯৯৫ সালে ৮ দশমিক ৮৬ একর জায়গা ভরাট করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভরাটের পর জায়গাটি উপজেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করা হয়। এই মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘোষণা করে একটি পাকা ভবন ও অস্থায়ী গ্যালারি নির্মাণ করা হয়। ২০১৮ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর শত শত খুঁটি রাখা হয়েছে। খুঁটিবাহী ট্রাক চলাচলের কারণে মাঠটির অনেক জায়গা উঁচু-নিচু হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি থাকায় মাঠটি সংকুচিত হয়ে বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে।
হোমনা উপজেলার সাবেক ফুটবলার মো. আবদুল কাইউম বলেন, ‘আমরা যখন খেলাধুলা করেছি, তখন হোমনায় কোনো স্টেডিয়াম ছিল না। তেমন কোনো ভালো মাঠও ছিল না। স্কুলমাঠে কোনো রকম খেলতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে হোমনায় শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। ভাবলাম এ মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করবে। তবে স্টেডিয়ামটি বিভিন্ন কারণে খেলার অনুপযোগী হয়ে রয়েছে।’
হোমনা পশ্চিমপাড়া ফুটবল দলের খেলোয়াড় মো. সাইদুর বলেন, ‘উপজেলায় মাত্র একটি স্টেডিয়াম। তবে সেটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এ কারণে আমরা মাঠটি ব্যবহার করতে পারছি না। দ্রুত স্টেডিয়ামটি খেলার উপযুক্ত করার দাবি জানাই।’
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন বলেন, ‘কয়েক বছর ধরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পল্লী বিদ্যুতের খুঁটি রাখা হচ্ছে। ধীরে ধীরে তারা পুরো মাঠের জায়গা দখল করছে। কয়েক দিন আগে বিদ্যুতের খুঁটি আনা-নেওয়াকাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় গোলপোস্ট ভেঙে যায়। পরে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে সেটি ঠিক করা হয়েছে। আমি যদি পারতাম নিজে গিয়ে খুঁটিগুলো সরিয়ে দিতাম।’ স্টেডিয়ামটি পুরোপুরি প্রস্তুত করার জন্য আরও অনেক কাজ করতে হবে বলে জানান শাহিনুজ্জামান খোকন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর ডিজিএম আজিজুর রহমান বলেন, এই মাঠে বিদ্যুতের খুঁটি রাখলে সহজে হোমনা ও তিতাসের বিভিন্ন এলাকায় আনা–নেওয়া করা যায়। বিদ্যুতের খুঁটিগুলো রাখা হয়েছে মাঠের একপাশে। এতে তেমন সমস্যা হওয়া কথা না।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘আমি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশ দিয়ে প্রতিদিন যাওয়া–আসা করি। স্টেডিয়ামের অবস্থা দেখে খারাপ লাগে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুঁটিগুলো সরানোর বিষয়ে কথা বলব। মাঠটি খেলাধুলার উপযুক্ত করে তোলা হবে।’
বেহাল হয়ে পড়ে রয়েছে হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এ ছাড়া মাঠজুড়ে রাখা হয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। এ কারণে সেখানে খেলাধুলা করতে পারে না কেউ।
জানা গেছে, হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করতে পৌরভবনের সামনে ১৯৯৫ সালে ৮ দশমিক ৮৬ একর জায়গা ভরাট করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভরাটের পর জায়গাটি উপজেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করা হয়। এই মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘোষণা করে একটি পাকা ভবন ও অস্থায়ী গ্যালারি নির্মাণ করা হয়। ২০১৮ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর শত শত খুঁটি রাখা হয়েছে। খুঁটিবাহী ট্রাক চলাচলের কারণে মাঠটির অনেক জায়গা উঁচু-নিচু হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি থাকায় মাঠটি সংকুচিত হয়ে বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে।
হোমনা উপজেলার সাবেক ফুটবলার মো. আবদুল কাইউম বলেন, ‘আমরা যখন খেলাধুলা করেছি, তখন হোমনায় কোনো স্টেডিয়াম ছিল না। তেমন কোনো ভালো মাঠও ছিল না। স্কুলমাঠে কোনো রকম খেলতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে হোমনায় শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। ভাবলাম এ মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করবে। তবে স্টেডিয়ামটি বিভিন্ন কারণে খেলার অনুপযোগী হয়ে রয়েছে।’
হোমনা পশ্চিমপাড়া ফুটবল দলের খেলোয়াড় মো. সাইদুর বলেন, ‘উপজেলায় মাত্র একটি স্টেডিয়াম। তবে সেটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এ কারণে আমরা মাঠটি ব্যবহার করতে পারছি না। দ্রুত স্টেডিয়ামটি খেলার উপযুক্ত করার দাবি জানাই।’
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন বলেন, ‘কয়েক বছর ধরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পল্লী বিদ্যুতের খুঁটি রাখা হচ্ছে। ধীরে ধীরে তারা পুরো মাঠের জায়গা দখল করছে। কয়েক দিন আগে বিদ্যুতের খুঁটি আনা-নেওয়াকাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় গোলপোস্ট ভেঙে যায়। পরে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে সেটি ঠিক করা হয়েছে। আমি যদি পারতাম নিজে গিয়ে খুঁটিগুলো সরিয়ে দিতাম।’ স্টেডিয়ামটি পুরোপুরি প্রস্তুত করার জন্য আরও অনেক কাজ করতে হবে বলে জানান শাহিনুজ্জামান খোকন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর ডিজিএম আজিজুর রহমান বলেন, এই মাঠে বিদ্যুতের খুঁটি রাখলে সহজে হোমনা ও তিতাসের বিভিন্ন এলাকায় আনা–নেওয়া করা যায়। বিদ্যুতের খুঁটিগুলো রাখা হয়েছে মাঠের একপাশে। এতে তেমন সমস্যা হওয়া কথা না।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘আমি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশ দিয়ে প্রতিদিন যাওয়া–আসা করি। স্টেডিয়ামের অবস্থা দেখে খারাপ লাগে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুঁটিগুলো সরানোর বিষয়ে কথা বলব। মাঠটি খেলাধুলার উপযুক্ত করে তোলা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫