Ajker Patrika

ঢাবিতে খালেদার মুক্তির দাবিতে সাদা দলের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯: ২৫
ঢাবিতে খালেদার মুক্তির দাবিতে সাদা দলের মানববন্ধন

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে তাঁর উন্নত চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল সোমবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা লক্ষ করছি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আপিল করা হচ্ছে, তাঁর পরিবার থেকে আপিল করা হয়েছে কিন্তু সরকার কোনো অবস্থাতেই নমনীয় হচ্ছে না। তাঁদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল আজ এখানে দাঁড়িয়েছে। আমরা আশা করি, সরকার আমাদের দাবি ইতিবাচকভাবে গ্রহণ করবে।’

সাদা দলের সদস্যসচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, দলের সাবেক আহ্বায়ক আখতার হোসেন খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত