Ajker Patrika

কাউন্সিলর হত্যার বিচার চেয়ে সমাবেশ

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৩০
কাউন্সিলর হত্যার বিচার চেয়ে সমাবেশ

কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানাকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) কাউন্সিলররা। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

গতকাল বুধবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান কাউন্সিলররা।

সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার বিকেলে কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় কাউন্সিলর সোহেল রানা ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কারণ সোহেল রানা ছিলেন মাদকের বিরুদ্ধে একজন সোচ্চার ব্যক্তি। তাঁকে পূর্বপরিকল্পনা থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। এ ঘটনায় সাধারণ মানুষসহ জনপ্রতিনিধিরা আতঙ্কিত।

এ সময় সারা দেশের কাউন্সিলরসহ সব জনপ্রতিনিধির নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর লাইকুর রহমান, মাহাবুবার রহমান মঞ্জু, তৌহিদুল ইসলাম, মীর মো. জামাল উদ্দিন, হারুন অর রশিদ, মনোয়ারা সুলতানা মলি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত