Ajker Patrika

ভিজিডি কার্ড কেড়ে নিলেন চেয়ারম্যান

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ২১
ভিজিডি কার্ড কেড়ে নিলেন চেয়ারম্যান

নৌকায় ভোট দিতে অস্বীকৃতি জানানোয় কেড়ে নেওয়া হয়েছে ভিজিডির কার্ড। এমন অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নওশের আলী বিশ্বাসের বিরুদ্ধে।

গত বুধবার দুপুরে নওশের আলীর বিরুদ্ধে এ অভিযোগ তোলেন একই ইউনিয়নের খালেদা খাতুন (৪৫) নামের এক ভিজিডি কার্ডধারী। ওই দিন বিকেলেই ভুক্তভোগী খালেদার স্বামী আমজাদ শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন।

খালেদা খাতুন নন্দলালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরোনো চরাইকোলের বাসিন্দা।

এ বিষয়ে খালেদা খাতুন বলেন, “প্রতি মাসের মতো বুধবার আমি আমার ভিজিডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে চাল উত্তোলন করতে যাই। সে সময় চেয়ারম্যান বলেন, ‘তোমার স্বামী নৌকায় ভোট দেবে না। তাই চাল দেওয়া হবে না।’ এই বলে কার্ডটি কেড়ে নিয়ে আমাকে ফিরিয়ে দেন। ”

খালেদার স্বামী আমজাদ হোসেন বলেন, ‘বর্তমান চেয়ারম্যান নওশের আলী পুনরায় নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এবারের নির্বাচনে তাঁর পক্ষে নির্বাচনী প্রচার করতে অস্বীকার করায় আমার স্ত্রীর ভিজিডি কার্ডটি কেড়ে নিয়েছেন। আমি এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে নওশের আলী বলেন, ‘আমজাদ আওয়ামী লীগের সমর্থক হয়েও তিনি নৌকার বিপক্ষে নির্বাচন করার কথা বলে বেড়াচ্ছেন। এ কারণে আমি তাঁর স্ত্রী ভিজিডি কার্ড কেড়ে নিয়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীরা বলেন, নওশের আলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু এলাকার তেমন কোনো উন্নতি করেননি। তা ছাড়া তাঁর ব্যক্তিগত আচরণও খুব খারাপ। তার জনপ্রিয়তাও শূন্যের কোঠায়। তাঁর আচরণের কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার ছিল। অথচ তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস বলেন, ‘মহিলাবিষয়ক অধিদপ্তরের ভিজিডি কার্যক্রমের নীতিমালা অনুযায়ী ভিজিডি কার্ডটি ব্যক্তির নিজস্ব সম্পদ। এতে অন্য কোনো ব্যক্তির হস্তক্ষেপ করার অধিকার নেই। চেয়ারম্যান যদি এমন কাজ করে থাকেন তাহলে তিনি তা ঠিক করেননি।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টা আমি জানতে পেরেছি। ভিজিডি কার্ড কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার চেয়ারম্যানের নেই। দ্রুতই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত