Ajker Patrika

হেফাজতের নেতাদের ব্যাংক হিসাবের তথ্য দুদকের হাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯: ১৮
হেফাজতের নেতাদের ব্যাংক হিসাবের তথ্য দুদকের হাতে

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ হেফাজত নেতাদের পরিচালিত ১৭টি প্রতিষ্ঠান থেকে আয়-ব্যয়ের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব তথ্য যাচাই-বাছাই করছে সংস্থাটি। সংস্থাটির সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

গতকাল বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, হেফাজতে ইসলাম-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সম্পদের অনুসন্ধান চলছে। এরই অংশ হিসেবে হেফাজত নেতাদের পরিচালিত ১৯টি প্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান থেকে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত নিজস্ব আয়, সরকারি অনুদান, ব্যক্তিগত ও অন্যান্য দানসহ প্রতিষ্ঠানের অডিট প্রতিবেদন ও ক্যাশ বই সরবরাহ করা হয়েছে। তবে এখনো উল্লেখযোগ্য তথ্য হাতে আসেনি। প্রাপ্ত তথ্য পর্যালোচনা চলছে।

কী কী তথ্য পাওয়া গেছে জানতে চাইলে সচিব আনোয়ার হোসেন বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে মামুনুল হকসহ কয়েকজনের ব্যাংক হিসাবের তথ্যাদি পাওয়া গেছে। অন্যান্য প্রতিষ্ঠান থেকে আরও কিছু তথ্য এসেছে। মাওলানা মামুনুল হক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা জালাল উদ্দিন আহম্মেদ ও মোহাম্মদ মহসিন ভূঁইয়ার আয়কর নথি পর্যালোচনা করা হচ্ছে।’

গত ২৪ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ অনেক নেতার বিরুদ্ধে তহবিল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সরকারি ১১টি দপ্তরে চিঠি দেয় দুদক। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি), ঢাকা জেলা রেজিস্ট্রার, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ প্রধান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নেত্রকোনার পুলিশ সুপার, নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের মহাপরিচালক বরাবর পাঠানো পৃথক পৃথক চিঠিতে অভিযোগ-সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়।

অভিযোগ রয়েছে, হেফাজতের শীর্ষ অর্ধশত নেতা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামি প্রতিষ্ঠানের অর্থ এবং ধর্মীয় কাজে দেশে আসা বৈদেশিক সহায়তা আত্মসাৎ বা স্থানান্তর করেছেন। এর আগে বাংলাদেশ ব্যাংক ও দুদকের গোয়েন্দারা যাচাই-বাছাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। এরপর দুর্নীতি দমন কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত