Ajker Patrika

ঘৃণা ছড়াচ্ছে ফেসবুক

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৪: ৩৭
ঘৃণা ছড়াচ্ছে ফেসবুক

ভারতের কেরালায় বসবাসকারী একজন মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তা দেখার জন্য ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুকে একটি নতুন ইউজার অ্যাকাউন্ট খোলেন ফেসবুকেরই একজন গবেষক। ওই অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে পরবর্তী তিন সপ্তাহ তিনি সেই সব গ্রুপ, ভিডিও এবং পেজ ফলো করেছেন, যা ফেসবুক অ্যালগোরিদম সুপারিশ করেছে। ফল হিসেবে তিনি দেখতে পান, পুরো ওয়াল ‘ঘৃণা ছড়ানো বক্তব্য’, ‘ভুল তথ্য’, ‘সহিংসতা উদ্‌যাপন’ এ সয়লাব।

এই অভিজ্ঞতা ফেসবুকের অভ্যন্তরীণ একটি প্রতিবেদনে লিপিবদ্ধ করা হয়, যা পরেই মাসেই প্রকাশ পায়। প্রতিবেদনটিতে ওই গবেষক লিখেছেন, ‘এই তিন সপ্তাহে নিউজ ফিডে আমি এত বেশি লাশের ছবি দেখেছি, যা আমার সারা জীবনে দেখিনি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অনেক গুমর ফাঁস করেছেন প্রতিষ্ঠানটির সাবেক পণ্য ব্যবস্থাপক ফ্রান্সিস হাউজেন, যা ‘ফেসবুক পেপারস’ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। গত শুক্রবার কোম্পানিটির আরেক কর্মকর্তা জানিয়েছেন, ফেসবুক জেনেশুনে ‘ঘৃণামূলক বক্তব্য ও অবৈধ কার্যক্রম’ ছড়াতে সহায়তা করে।

ফেসবুক নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ কোটি ব্যবহারকারী নিয়ে ভারত ফেসবুকের সবচেয়ে বড় বাজার হওয়া সত্ত্বেও দেশটিতে ভুয়া তথ্য, সহিংস কনটেন্ট নিয়ন্ত্রণে কোম্পানিটি চরম উদাসীন।

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও গত কয়েক বছরের বিভিন্ন সহিংসতায় নেতিবাচক ভূমিকা রেখেছে ফেসবুক। দুর্গাপূজার সময় সম্প্রতি কুমিল্লাসহ দেশের নানা জায়গায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, ফেসবুক তার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এটি নিয়ে ফেসবুককে নোটিশ পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল সচিবালয়ে সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা না হলে সারা দেশে এই পরিস্থিতি তৈরি হতো না। নাসিরনগর, কক্সবাজার ও রামুর ঘটনার সঙ্গে সামাজিক মাধ্যমের সম্পর্ক রয়েছে। এটি নিয়ে ভাবতে হবে। শুধু আমাদের দেশে নয়, বিষয়টি সারা বিশ্বে উদ্বেগ তৈরি করেছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত