নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মা সেই দুপুরের পর থেকেই কেক বানানোয় মগ্ন। দুই মেয়ে ফ্লোরা আর মিলির জন্য তো বটেই, সঙ্গে পাশের বাড়ি ও আত্মীয়স্বজনের জন্যও ছোট ছোট কেক বানানোর প্রস্তুতি নিচ্ছেন।
প্লাস্টিকের বাক্সে স্ট্রবেরি রাখা। কাস্টার্ড আর কেকের টপার বানানোর জন্য এগুলো এনেছেন বাবা। বিকেলে ঘুম থেকে উঠে ডাইনিংয়ে এত্ত এত্ত কাজ নিয়ে মাকে ব্যস্ত দেখল ওরা। হ্যাঁ, মাকে সাহায্য করা দরকার তো তাই না?
ফ্লোরা মাকে জিজ্ঞেস করল, মা, কী সাহায্য করতে পারি তোমাকে? এদিকে মিলিও বলল, কিছু কি কেটে দেব মা? ফল কেটে দিই? মা বললেন, একটা কাজ করো। ফ্রুটস কেকের জন্য টপার বানাও। কেক হয়ে গেছে আগেই। মা স্ট্রবেরি ধুয়ে এগিয়ে দিলেন দুই বোনের দিকে। দুই বোন ভাবতে ভাবতে ঠিক করল ওরা সান্তা ক্লজ বানাবে স্ট্রবেরি দিয়েই।
প্রথমে স্ট্রবেরির বোঁটা ফেলে দিল। এরপর পেছনের চোখা অংশ ছুরি দিয়ে কেটে নিল। কাটল বোঁটার অংশও। এবার বোঁটার অংশ নিচে রেখে সাদা ক্রিম ঢেউ ঢেউ করে বসাল স্ট্রবেরির ওপরের অংশে। এবার পেছনের কেটে রাখা অংশটি বসাল ক্রিমের ওপর।
তারপর আর একটু ক্রিম বসাল চোখা অংশের মাথায়। এটা হলো সান্তা ক্লজের টুপি। সাদা ক্রিম ছিল তার দাড়ি আর ফলের বড় অংশটি তার জামা। জামার বোতাম বানাতে স্ট্রবেরির ওপর তিন ফোঁটা ক্রিম লাগাল পরপর।
এবার চকলেট ক্রিম দিয়ে বানাল সান্তা ক্লজের চোখ। বড়দিনের উপহার হবে যে কেক, তার টপার এমন না হলে চলে বলো?
মা সেই দুপুরের পর থেকেই কেক বানানোয় মগ্ন। দুই মেয়ে ফ্লোরা আর মিলির জন্য তো বটেই, সঙ্গে পাশের বাড়ি ও আত্মীয়স্বজনের জন্যও ছোট ছোট কেক বানানোর প্রস্তুতি নিচ্ছেন।
প্লাস্টিকের বাক্সে স্ট্রবেরি রাখা। কাস্টার্ড আর কেকের টপার বানানোর জন্য এগুলো এনেছেন বাবা। বিকেলে ঘুম থেকে উঠে ডাইনিংয়ে এত্ত এত্ত কাজ নিয়ে মাকে ব্যস্ত দেখল ওরা। হ্যাঁ, মাকে সাহায্য করা দরকার তো তাই না?
ফ্লোরা মাকে জিজ্ঞেস করল, মা, কী সাহায্য করতে পারি তোমাকে? এদিকে মিলিও বলল, কিছু কি কেটে দেব মা? ফল কেটে দিই? মা বললেন, একটা কাজ করো। ফ্রুটস কেকের জন্য টপার বানাও। কেক হয়ে গেছে আগেই। মা স্ট্রবেরি ধুয়ে এগিয়ে দিলেন দুই বোনের দিকে। দুই বোন ভাবতে ভাবতে ঠিক করল ওরা সান্তা ক্লজ বানাবে স্ট্রবেরি দিয়েই।
প্রথমে স্ট্রবেরির বোঁটা ফেলে দিল। এরপর পেছনের চোখা অংশ ছুরি দিয়ে কেটে নিল। কাটল বোঁটার অংশও। এবার বোঁটার অংশ নিচে রেখে সাদা ক্রিম ঢেউ ঢেউ করে বসাল স্ট্রবেরির ওপরের অংশে। এবার পেছনের কেটে রাখা অংশটি বসাল ক্রিমের ওপর।
তারপর আর একটু ক্রিম বসাল চোখা অংশের মাথায়। এটা হলো সান্তা ক্লজের টুপি। সাদা ক্রিম ছিল তার দাড়ি আর ফলের বড় অংশটি তার জামা। জামার বোতাম বানাতে স্ট্রবেরির ওপর তিন ফোঁটা ক্রিম লাগাল পরপর।
এবার চকলেট ক্রিম দিয়ে বানাল সান্তা ক্লজের চোখ। বড়দিনের উপহার হবে যে কেক, তার টপার এমন না হলে চলে বলো?
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫