Ajker Patrika

যুবকের মৃত্যু, ভাঙচুর-লুট

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ০৬
যুবকের মৃত্যু, ভাঙচুর-লুট

পীরগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতার সময় ধাওয়া খেয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক যুবক মারা গেছেন। সেই সঙ্গে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া পরাজিত প্রার্থীর বাড়িঘরে ভাঙচুর এবং গরু-ছাগল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার অন্নদানগর ইউপি নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী রফিকুল ইসলামকে মাত্র তিন ভোটে পরাজিত করেন রিয়াজুল ইসলাম। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার দুপুরে বিজয়ী প্রার্থী রিয়াজুলের কর্মী হেলাল মিয়া পাশের পাওটানা হাটে যাওয়ার সময় পরাজিত প্রার্থী রফিকুলের লোকজন তাঁকে ধরে রুবেল মিয়া নামে একজনের বাড়িতে নিয়ে আটকে রাখেন।

খবর পেয়ে রিয়াজুলের লোকজন হেলালকে ছাড়াতে আসলে উত্তেজনা বেড়ে যায়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় রিয়াজুলের চাচাতো ভাই আবদুর রহিম (৩৮) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়ে যান। তাঁকে ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় আজিজুল ইসলাম ও বাদল মিয়া নামে দুজন আহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আবদুর রহিম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি পঞ্চনন গ্রামের মোহন উদ্দিনের ছেলে।

অপরদিকে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী মাসুদ রানা ও তাঁর লোকজন শুক্রবার অপর পরাজিত প্রার্থী আব্দুস সালামের বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনন্তরাম জানেরপাড় গ্রামে এই হামলায় বাড়িঘর ভাঙচুর এবং একটি গরু ও তিনটি ছাগল লুট করে নিয়ে যাওয়া হয়। এ সময় হামলাকারীরা সালামের পরিবারের চারজনকে মেরে রক্তাক্ত করেন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন সালামের স্ত্রী বুলবুলি বেগম (২৬), মা শামসুন্নাহার (৫০), ভাতিজা মনির হোসেন (২০) এবং চাচি জমিলা খাতুন (৪৫)।

পরাজিত প্রার্থী সালাম বলেন, ‘আমি হেরে গেলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি। কিন্তু অপর পরাজিত প্রার্থী মাসুদ রানা হঠাৎ করে তাঁর লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন।’

দুটি ঘটনার জেরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় মৃত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত