Ajker Patrika

নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২: ৫০
নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর ও খাসকান্দি গ্রামবাসীর আয়োজনে যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন হয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার দুই সহস্রাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই অসময়ে দেখা দিয়েছে নদীভাঙন। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে বাঁশ-কাঠ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে চেষ্টা চালানো হলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না।

এখনো নদী তীরবর্তী গ্রামগুলোতে হুমকির মুখে রয়েছে ১৫টি মসজিদ, ২টি মাদ্রাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কমিউনিটি ক্লিনিক, ৩টি পাকা ব্রিজ, ২টি ঈদগাহ ময়দান, কবরস্থান, কাঁচাবাজারসহ একাধিক স্থাপনা। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে স্থায়ী বাঁধ নির্মাণ করা না গেলে আগামী বর্ষায় নদীগর্ভে হারিয়ে যাবে নদী তীরবর্তী গ্রামগুলো। তাই স্থায়ী বাঁধ নির্মাণ ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত