Ajker Patrika

চুক্তির মেয়াদ শেষ করেই যাবেন ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুক্তির মেয়াদ শেষ করেই যাবেন ডমিঙ্গো

‘পরিকল্পনা আমার মনে ধরেছে। এটা আমাকে টেস্টে এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরও মনোযোগী করে তুলবে’—কদিন আগে টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এই মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

টি-টোয়েন্টি সংস্করণে সাফল্য পেতে কোচ পরিবর্তনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছিলেন ডমিঙ্গো। এরপর দুই দিনের বাংলাদেশ সফর শেষে পরিবারকে সময় দিতে ছুটিতে নিজ দেশে ফিরে যান এই দক্ষিণ আফ্রিকান কোচ। তার পর থেকেই বাংলাদেশের সংবাদমাধ্যমে তাঁর ভবিষ্যৎ ঘিরে নানা আলোচনা।

আগামী অক্টোবরে ‘এ’ দলের সফর পর্যন্ত ছুটিতে ডমিঙ্গো। এরই মধ্যে ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে গত দুদিন গুঞ্জন চলছে। পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি অস্বীকার করেন ডমিঙ্গো। এরপর বিসিবিও ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বিসিবি জানিয়েছে, পদত্যাগ করেননি ডমিঙ্গো। কয়েক দিনের মধ্যেই টেস্ট ও ওয়ানডে দল নিয়ে পরিকল্পনা জানাবেন তিনি।

চুক্তি অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে থাকবেন ডমিঙ্গো। চুক্তির ১৫ মাস বাকি থাকতেই এই কোচের চলে যাওয়ার গুঞ্জন নিয়েবিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমি মনে করি, এটা পুরোপুরি একটি ভুল উপস্থাপন (পদত্যাগ করা)। রাসেল হয়তো অন্যভাবে বোঝাতে চেয়েছে। আমাদের সঙ্গে আজও (গতকাল) কথা হয়েছে। বিস্তারিত কথা হয়েছে। এ বিষয়গুলো নিয়ে রাসেলও বিব্রত।’

ডমিঙ্গোর বিব্রত হওয়াটাও স্বাভাবিক। কেননা, এশিয়া কাপের প্রস্তুতি শুরু করতে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকায় এসেই টি-টোয়েন্টির দায়িত্ব হারানোর খবর শোনেন রাসেল। যদিও বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন তিনি। তবে হঠাৎ বিসিবির এমন সিদ্ধান্ত খানিকটা বিব্রত করেছিল ডমিঙ্গোকে। সেটা সংবাদমাধ্যমে তাঁর কথায় ফুটে ওঠে।

তবে ডমিঙ্গো পেশাদার কোচ। পেশাদারির জায়গা থেকে ব্যাপারটা তাঁর জন্য স্বাভাবিকই। তাই টেস্ট ও ওয়ানডে ঘিরেই এখন পরিকল্পনা করতে চান তিনি।

গতকাল আজকের পত্রিকাকে ডমিঙ্গো বলেছেন, ‘আমার পদত্যাগ নিয়ে যেসব কথাবার্তা ছড়িয়েছে, সেগুলো সত্য নয়। ওয়ানডে ও টেস্ট দলকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন, সেটা আমি চেষ্টা করছি। অক্টোবরে “এ” দলের সঙ্গে আমি আবুধাবি যাব। জাতীয় দলের সঙ্গে ডিসেম্বরে আমি যুক্ত হব।’

বাংলাদেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিষ্কার করে ডমিঙ্গো বলেছেন, ‘যে যাত্রাটা শুরু হয়েছিল, সেটা আমি চালিয়ে যাব। আমার চুক্তি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পরবর্তী ১৫ মাস আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

বিসিবির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ডমিঙ্গোর চোখ এখন ডিসেম্বরে ভারত সিরিজে। নভেম্বর পর্যন্ত জাতীয় দল ব্যস্ত থাকবে টি-টোয়েন্টিতেই। এ সময় ‘এ’ দলের সঙ্গে কাজ করবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত