নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের নারী সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জনের শারীরিক অবস্থা আরও অবনতির দিকে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। এদিকে এখনো মহুয়ার মামলা গ্রহণ করেনি বনানী থানার পুলিশ। উল্টো হাসপাতালে বসানো হয়েছে পুলিশি পাহারা। গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও নিষেধ করেছেন পদস্থ কর্মকর্তারা।
মহুয়া হাজং গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ফোন করে তাঁদের সামনাসামনি গিয়ে কথা বলতে বলেছেন।
বাহিরে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু মামলা নেওয়া না-নেওয়ার বিষয়ে কোনো কিছুই জানাননি তাঁরা।’
২ ডিসেম্বর রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কে এক বিচারপতির ছেলের গাড়িচাপায় আহত হন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর এক পা কেটে ফেলেন। সেখানে ৯ দিন চিকিৎসার পর অবস্থা আরও খারাপ হলে পঙ্গু হাসপাতাল থেকে শাহবাগের বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি এখন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
সেই দুর্ঘটনার ১২ দিন পরও থানার পুলিশ কেন মামলা নিচ্ছে না, জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের সদস্যদের জন্য সিনিয়রদের একটা কমান্ড রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা হতো। আপনাদের কাছে শরণাপন্ন হওয়ার কোনো দরকার ছিল না। তা ছাড়া আমাদের সহকর্মীর মামলা না করতে পারারও কোনো কারণ নেই। তবে বনানী থানার পুলিশ বলছে, ঘটনার প্রাথমিক তদন্ত এখনো শেষ হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’
ভুক্তভোগী পরিবারের নাম প্রকাশের অনিচ্ছুক এক সদস্য গতকাল বারডেম হাসপাতালে আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে শুরু থেকেই আশ্বাস দিয়ে আসছে। সে আশ্বাসে ওপর ভরসা করে ১২ দিন পার হয়ে গেল। মামলা নেওয়া তো দূরের কথা, একজন সিনিয়র পুলিশ সদস্যও খোঁজ নিতে এলেন না। উল্টো হাসপাতালে নজরদারি বসিয়েছেন তাঁরা। আমরা কী করছি, কার সঙ্গে কথা বলছি সেসব দেখভাল করছেন।’
মনোরঞ্জন হাজংয়ের স্ত্রী বলেন, ‘চিকিৎসার ব্যয় অনেক, আর পারছি না। ডান পা কেটে ফেলার পর বাম পা-টাও কেটে ফেলার প্রস্তুতি চলছে। তারপরও শেষ পর্যন্ত তাঁর (মনোরঞ্জন) কী হবে বুঝতে পারছি না।’
পুলিশের নারী সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জনের শারীরিক অবস্থা আরও অবনতির দিকে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। এদিকে এখনো মহুয়ার মামলা গ্রহণ করেনি বনানী থানার পুলিশ। উল্টো হাসপাতালে বসানো হয়েছে পুলিশি পাহারা। গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও নিষেধ করেছেন পদস্থ কর্মকর্তারা।
মহুয়া হাজং গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ফোন করে তাঁদের সামনাসামনি গিয়ে কথা বলতে বলেছেন।
বাহিরে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু মামলা নেওয়া না-নেওয়ার বিষয়ে কোনো কিছুই জানাননি তাঁরা।’
২ ডিসেম্বর রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কে এক বিচারপতির ছেলের গাড়িচাপায় আহত হন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর এক পা কেটে ফেলেন। সেখানে ৯ দিন চিকিৎসার পর অবস্থা আরও খারাপ হলে পঙ্গু হাসপাতাল থেকে শাহবাগের বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি এখন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
সেই দুর্ঘটনার ১২ দিন পরও থানার পুলিশ কেন মামলা নিচ্ছে না, জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের সদস্যদের জন্য সিনিয়রদের একটা কমান্ড রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা হতো। আপনাদের কাছে শরণাপন্ন হওয়ার কোনো দরকার ছিল না। তা ছাড়া আমাদের সহকর্মীর মামলা না করতে পারারও কোনো কারণ নেই। তবে বনানী থানার পুলিশ বলছে, ঘটনার প্রাথমিক তদন্ত এখনো শেষ হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’
ভুক্তভোগী পরিবারের নাম প্রকাশের অনিচ্ছুক এক সদস্য গতকাল বারডেম হাসপাতালে আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে শুরু থেকেই আশ্বাস দিয়ে আসছে। সে আশ্বাসে ওপর ভরসা করে ১২ দিন পার হয়ে গেল। মামলা নেওয়া তো দূরের কথা, একজন সিনিয়র পুলিশ সদস্যও খোঁজ নিতে এলেন না। উল্টো হাসপাতালে নজরদারি বসিয়েছেন তাঁরা। আমরা কী করছি, কার সঙ্গে কথা বলছি সেসব দেখভাল করছেন।’
মনোরঞ্জন হাজংয়ের স্ত্রী বলেন, ‘চিকিৎসার ব্যয় অনেক, আর পারছি না। ডান পা কেটে ফেলার পর বাম পা-টাও কেটে ফেলার প্রস্তুতি চলছে। তারপরও শেষ পর্যন্ত তাঁর (মনোরঞ্জন) কী হবে বুঝতে পারছি না।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪