Ajker Patrika

সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১: ০০
সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ মজুমদার সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, নাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে। তবে শান্ত শৃঙ্খলা বিনষ্ট করতে স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত