Ajker Patrika

ধারের হেলমেটে ভেস্তে যাচ্ছে পুলিশের উদ্যোগ

জসিম উদ্দিন, নীলফামারী
ধারের হেলমেটে ভেস্তে যাচ্ছে পুলিশের উদ্যোগ

নীলফামারীতে হেলমেট ছাড়া মোটরসাইকেলচালকদের ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কেনায় নিষেধাজ্ঞা আছে পুলিশ প্রশাসনের; কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু ফিলিং স্টেশন হেলমেট ছাড়া পেট্রল ও অকটেন বিক্রি করছে। এমনকি অনেক চালক ফিলিং স্টেশন থেকে হেলমেট ধার করে মোটরসাইকেলের জ্বালানি তেল কিনছেন।

জানা গেছে, নীলফামারীতে ‘নো হেলমেট, নো পেট্রল’ কর্মসূচি শুরু করেছে জেলা পুলিশ। সড়ক দুর্ঘটনা থেকে মোটরসাইকেলচালকদের রক্ষা করতে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে জেলায় এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে পুলিশ। গত ২৭ নভেম্বর পেট্রলপাম্প মালিক সমিতির সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ১ ডিসেম্বর থেকে নীলফামারীর ফিলিং স্টেশনগুলোতে চালু করা হয় এ নিয়ম। তবে সপ্তাহ না যেতেই হেলমেটবিহীন মোটরসাইকেলচালকদের দেওয়া হচ্ছে জ্বালানি তেল। হেলমেটবিহীন চালকদের ফিলিং স্টেশনে বিশেষ কায়দায় রাখা হেলমেট ধার দিয়ে সরবরাহ করা হচ্ছে পেট্রল, অকটেন। গ্রামের হাটবাজারে খুচরা বিক্রির জন্য অনেকে ড্রামে করে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে যাচ্ছেন।

এদিকে হেলমেটবিহীন চালকদের কাছে তেল বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। তিনি বলেন, ‘পাম্পমালিকেরা নির্দেশনা মানছেন। এ ছাড়া আমাদের অভিযান অব্যাহত আছে। পাম্পে হেলমেট রেখে তেল বিক্রি করার বিষয়টি জানা নেই। তবুও আমরা খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’

গতকাল বৃহস্পতিবার জেলার একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, হেলমেট ছাড়া অনেকেই মোটরসাইকেলে তেল নিতে আসছেন ফিলিং স্টেশনে। পাম্পেই হেলমেট রেখে অভিনব কৌশলে তেল বিক্রি করতে দেখা গেছে অনেক ফিলিং স্টেশনে। এ ছাড়া বোতলে খুচরা বিক্রির জন্য ড্রামে করে পাম্প থেকে জ্বালানি তেল কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার মুদিদোকানিরা।

জেলা শহরের ভাই ভাই ফিলিং স্টেশনে হেলমেট ছাড়াই মোটরসাইকেলে তেল নিতে এসেছেন ইটাখোলা ইউনিয়নের মাহমুদ হাসান। তিনি বলেন, ‘ওষুধ কেনার জন্য তাড়াহুড়ো করায় ভুলে হেলমেট নিয়ে আসেনি। তবে পাম্পশ্রমিকেরা আমাকে হেলমেট ধার দিয়েছেন, যা মাথায় দিয়ে তেল নিলাম। তবে এমন ভুল আর হবে না।’

মেসার্স রশিদা ফিলিং স্টেশনে তেল নিতে আসা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় হেলমেট আনতে ভুলে গেছি। তবে পাম্পে হেলমেট পাওয়ায় অসুবিধা হয়নি; কিন্তু নিজের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করা দরকার। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

ভাই ভাই ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলাম বলেন, হেলমেট ধার করে তেল দেওয়া-নেওয়া কোনো বিষয় নয়। সিসি ক্যামেরার ভেতরে হেলমেট পরে তেল নিলেই হলো। পত্রিকায় দুই কলম লিখলে কী আর হবে?

নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদকর্মীদের বলেন, ‘পাম্পমালিকদের সঙ্গে মিটিংয়ে তাঁরা আমাদের কথা দিয়েছেন, নির্দেশনা মানবেন। বিভিন্ন দোকানে বোতলে জ্বালানি তেল বিক্রির বিষয়টি দেখা হবে। জেলাজুড়ে হেলমেটবিহীন মোটরসাইকেল ধরার অভিযান কঠোরভাবে চলছে।

এক মাসে হাজারের বেশি হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত