Ajker Patrika

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ১৬
ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে নার্সের ভুল ইনজেকশনে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শহরের মা ও শিশু জেনারেল হাসপাতালে গত সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।

স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার আধা ঘণ্টার পরে নবজাতকের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই নবজাতকের মৃত্যু হয়।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুল চিকিৎসায় নয়, স্বজনদের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাধানগর গ্রামের মানিক মিয়ার স্ত্রী নিজ বাড়িতেই সোমবার সকালে ছেলে সন্তান প্রসব করেন। জন্মের পর থেকেই নবজাতকের কান্না কিছুতেই থামানো যাচ্ছিল না।

পরে নবজাতকটিকে বিকেলে মা ও শিশু জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত এক নার্স নবজাতককে অক্সিজেনের ব্যবস্থা করেন এবং একটি ইনজেকশন দেন।

এ প্রসঙ্গে মোবাইল ফোনে কল করে জানতে চাইলে হাসপাতালের মালিকপক্ষের ডা. বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে দুপুর আড়াইটার দিকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে অক্সিজেন দেওয়া হয়। এ ছাড়া একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এর দুই ঘণ্টা পর অবস্থা উন্নতি না হওয়ায় তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কোনো ভুল চিকিৎসা করা হয়নি। স্বজনদের অবহেলার কারণেই শিশুটি মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত