সম্পাদকীয়
তরুণ কুমার নামটা শুনলে প্রথমেই মনে হতে পারে আমরা মহানায়ক উত্তমকুমারের ছোট ভাইয়ের কথা বলছি। কিন্তু যাঁর কথা বলা হচ্ছে, তাঁকে ভিন্ন নামে চেনেন সবাই। ভিন্ন নামটাই ছিল তাঁর আসল নাম। কিন্তু ক্যারিয়ার শুরু করতে হয়েছিল তরুণ কুমার নাম ধারণ করে।
তরুণ কুমার শুরুতে ছিলেন রেকর্ডের ফেরিওয়ালা। সে সময় চোঙওয়ালা কলের গানের রেকর্ডের জোগান দিতেন গানের ডিলাররা। ফেরিওয়ালা হতে হলে শর্ত ছিল, তাঁর ভালো গানের কণ্ঠ হতে হবে এবং চেহারা হতে হবে সুশ্রী। তাঁরা বিভিন্ন অঞ্চলের অবস্থাপন্ন মানুষের কাছে যেতেন কলের গান বিক্রি করতে। সঙ্গে থাকত একজন মুটে, যার কাঁধে শক্ত বাঁশের বাঁকের দুধারে ঝোলানো থাকত রাজ্যের গ্রামোফোন রেকর্ড।
নিজের বাড়িতে শোনার জন্য জমিদারেরা তা কিনে নিতেন। এবার তরুণ কুমারের আসল নামটি বলে ফেলি। তিনি তালাত মামুদ। গানের এই ফেরিওয়ালার গানের কণ্ঠ ভালো জেনে এইচএমভির এক অধিকর্তা পি কে সেন তাঁর পার্ক সার্কাসের বাড়িতে তালাতকে দিয়ে গান করিয়েছিলেন। এরপর তালাতকে এইচএমভিতে গান করার অনুমতি দেওয়া হলো। তালাতের গান শুনে মুগ্ধ হলেন সুরকার কমল দাশগুপ্ত। গোল বাধল নাম নিয়ে। তালাত নামে যদি রেকর্ড না চলে? তাই নাম পরিবর্তন করে করা হলো তরুণ কুমার।
কমল দাশগুপ্তের সুরে তরুণ কুমার নামে তালাতের পর পর দুটি গান হিট হলো। ‘দুটি পাখি দুটি তীরে/মাঝে নদী বহে ধীরে’ একটি, অন্যটি ‘ঘুমের ছায়া চাঁদের চোখে’।
বাংলা—তিনি কলকাতা নিউ থিয়েটার্সে মাস মাইনে চুক্তিতে শিল্পী হিসেবে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু তাঁকে কেউ পাত্তা দেয়নি। মুম্বাই চলে গেলেন এরপর। সেখানে প্লেব্যাক করলেন অনেক। বাংলা গান কিন্তু ছাড়লেন না। সে সময় তাঁর গাওয়া ‘তুমি সুন্দর যদি নাহি হও’ আর ‘যেথা রামধনু ওঠে হেসে’ গান দুটিও তখন হিট হয়েছিল।
সূত্র: পুলক বন্দ্যোপাধ্যায়, কথায় কথায় রাত হয়ে যায়, পৃষ্ঠা ২১৩-২১৪
তরুণ কুমার নামটা শুনলে প্রথমেই মনে হতে পারে আমরা মহানায়ক উত্তমকুমারের ছোট ভাইয়ের কথা বলছি। কিন্তু যাঁর কথা বলা হচ্ছে, তাঁকে ভিন্ন নামে চেনেন সবাই। ভিন্ন নামটাই ছিল তাঁর আসল নাম। কিন্তু ক্যারিয়ার শুরু করতে হয়েছিল তরুণ কুমার নাম ধারণ করে।
তরুণ কুমার শুরুতে ছিলেন রেকর্ডের ফেরিওয়ালা। সে সময় চোঙওয়ালা কলের গানের রেকর্ডের জোগান দিতেন গানের ডিলাররা। ফেরিওয়ালা হতে হলে শর্ত ছিল, তাঁর ভালো গানের কণ্ঠ হতে হবে এবং চেহারা হতে হবে সুশ্রী। তাঁরা বিভিন্ন অঞ্চলের অবস্থাপন্ন মানুষের কাছে যেতেন কলের গান বিক্রি করতে। সঙ্গে থাকত একজন মুটে, যার কাঁধে শক্ত বাঁশের বাঁকের দুধারে ঝোলানো থাকত রাজ্যের গ্রামোফোন রেকর্ড।
নিজের বাড়িতে শোনার জন্য জমিদারেরা তা কিনে নিতেন। এবার তরুণ কুমারের আসল নামটি বলে ফেলি। তিনি তালাত মামুদ। গানের এই ফেরিওয়ালার গানের কণ্ঠ ভালো জেনে এইচএমভির এক অধিকর্তা পি কে সেন তাঁর পার্ক সার্কাসের বাড়িতে তালাতকে দিয়ে গান করিয়েছিলেন। এরপর তালাতকে এইচএমভিতে গান করার অনুমতি দেওয়া হলো। তালাতের গান শুনে মুগ্ধ হলেন সুরকার কমল দাশগুপ্ত। গোল বাধল নাম নিয়ে। তালাত নামে যদি রেকর্ড না চলে? তাই নাম পরিবর্তন করে করা হলো তরুণ কুমার।
কমল দাশগুপ্তের সুরে তরুণ কুমার নামে তালাতের পর পর দুটি গান হিট হলো। ‘দুটি পাখি দুটি তীরে/মাঝে নদী বহে ধীরে’ একটি, অন্যটি ‘ঘুমের ছায়া চাঁদের চোখে’।
বাংলা—তিনি কলকাতা নিউ থিয়েটার্সে মাস মাইনে চুক্তিতে শিল্পী হিসেবে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু তাঁকে কেউ পাত্তা দেয়নি। মুম্বাই চলে গেলেন এরপর। সেখানে প্লেব্যাক করলেন অনেক। বাংলা গান কিন্তু ছাড়লেন না। সে সময় তাঁর গাওয়া ‘তুমি সুন্দর যদি নাহি হও’ আর ‘যেথা রামধনু ওঠে হেসে’ গান দুটিও তখন হিট হয়েছিল।
সূত্র: পুলক বন্দ্যোপাধ্যায়, কথায় কথায় রাত হয়ে যায়, পৃষ্ঠা ২১৩-২১৪
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫