Ajker Patrika

ফিন্যান্স ও ব্যাংকিং গুরুত্বপূর্ণ টপিক

মো. মাজেদুল হক খান
আপডেট : ১৭ জুন ২০২২, ১৫: ৪৫
ফিন্যান্স ও ব্যাংকিং  গুরুত্বপূর্ণ টপিক

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সৃজনশীল অংশে ৪০ নম্বরের এবং বহুনির্বাচনি অংশে ১৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে বহুনির্বাচনি পরীক্ষায় ৩০টি প্রশ্ন থাকবে, এর মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় থাকবে ২০ মিনিট। অন্যদিকে সৃজনশীল ১ ঘণ্টা ৪০ মিনিট সময়ের মধ্যে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে।

সৃজনশীল অংশে ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই গাণিতিক অংশের ওপর গুরুত্ব/জোর দিতে হবে। যেহেতু দুটি অংশ থেকে (অর্থাৎ ফিন্যান্স ও ব্যাংকিং) যেকোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তাই গণিতের অধ্যায়গুলোর ওপর জোর দিতে হবে। আর বহুনির্বাচনি অংশে ভালো নম্বর পাওয়ার জন্য প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়াটা সমীচীন হবে। বিগত বছরের বিভিন্ন বোর্ডের বহুনির্বাচনি প্রশ্নগুলো সমাধান করার পাশাপাশি দেশের খ্যাতনামা কলেজগুলোর প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করলে ভালো ফল লাভ করা যাবে। উল্লেখ্য, যারা ফিন্যান্সের গণিত অংশে দুর্বল, তাদের অবশ্যই ব্যাংকিং পাট ভালোভাবে পড়তে হবে।

অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক

ফিন্যান্স অংশ

  • প্রথম অধ্যায়: এই অধ্যায় থেকে সব সময় ন্যূনতম একটি সৃজনশীল প্রশ্ন থাকে। এ ক্ষেত্রে অর্থায়নের প্রকারভেদ ও নীতিমালা ভালোভাবে আত্মস্থ করতে হবে।
  • তৃতীয় অধ্যায়: এই অধ্যায় থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয় এবং প্রকৃত সুদের হার নির্ণয়, থিওরির মধ্যে সুযোগ ব্যয়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ইত্যাদি গুরুত্বপূর্ণ।
  • চতুর্থ অধ্যায়: এই অধ্যায় থেকে অঙ্কের পাশাপাশি থিওরি দিয়েও সৃজনশীল প্রশ্ন থাকে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হলো—ঝুঁকির প্রকারভেদ, আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, গড় আয়ের হার নির্ণয় করো, ব্যবধানের বর্গের গড় নির্ণয় করো।
  • পঞ্চম অধ্যায়: এই অধ্যায়ে সব সময় অঙ্ক থাকে। পে-ব্যাংক সময় নির্ণয় করো, গড় আয়ের হার নির্ণয় করো, নগদ আন্তপ্রবাহ নির্ণয় করো।

ব্যাংকিং অংশ

  • নবম অধ্যায়: এই অধ্যায় থেকে সব সময় সৃজনশীল প্রশ্ন থাকে। বিশেষ করে ব্যাংকের প্রকারভেদ ও ব্যাংকিং ব্যবসায় মূলধন মূলনীতি ভালোভাবে আত্মস্থ করতে হবে। তা ছাড়া ইসলামি ব্যাংকিং সেবা দেখতে হবে।
  • দশম অধ্যায়: বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ঋণ আমানত সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস।
  • একাদশ অধ্যায়: ব্যাংকিং অধ্যায়ের মধ্যে এ অধ্যায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এ অধ্যায়ে কমবেশি দুটি বা তার চেয়ে বেশি প্রশ্ন থাকতে পারে ব্যাংক হিসাবের প্রকারভেদ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ইত্যাদি।

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত