Ajker Patrika

রোহিঙ্গাদের হাতে অটোরিকশা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬: ১৯
রোহিঙ্গাদের হাতে অটোরিকশা

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, টমটমে রোহিঙ্গা চালক ও সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে। অদক্ষ রোহিঙ্গা চালকেদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, একই সঙ্গে বাড়ছে যানজটও। শুধু টেকনাফ পৌর শহর নয়, হ্নীলা, বাহার ছড়া, সাবরাং, ও হোয়াইক্যং বাজারে এসব চালকেরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র তল্লাশি করাসহ বিভিন্ন অপরাধের জন্য প্রসিকিউশন দেওয়া এবং দিকনির্দেশনামূলক অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।

সরেজমিনে দেখা যায়, শনিবার টেকনাফ পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে থ্রি হুইলার, সিএনজি চালিত অটোরিকশা, টমটম চালক ও সহযোগীদের বিরুদ্ধে এনআইডি কার্ড এবং কাগজপত্র চেক করা হচ্ছে। এ সময় যেসব যানবাহন চালকদের লাইসেন্স, এনআইডি বা জন্মনিবন্ধন কার্ড পাওয়া যায়নি, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্রাফিক পুলিশ বলছে, ‘অন্যান্য উপজেলার চেয়ে টেকনাফ অনেকটা ভিন্ন। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে অবৈধভাবে রোহিঙ্গারা প্রতিনিয়ত টেকনাফ পৌর শহরের অলি গতিতে থ্রীই হুইলার, সিএনজি ও টমটম চালাচ্ছে। আবার অনেকে এসব যানবাহন নিয়ে মাদক বহন করছে। ফলে অদক্ষ রোহিঙ্গা চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, বাড়ছে যানজটও।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌর শহরে বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া ও এটিএসআই খোরশেদ আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় একশত টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড চেক করেছেন। গত কয়েক দিনের অভিযানে পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। এরপরও বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা চালক বা হেলপারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক পুলিশ।

এ সব তথ্য নিশ্চিত করে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন বলেন, ‘টেকনাফ ট্রাফিক পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় ১০০ টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড যাচাই-বাঁচাই করেছি। কয়েক দিনের অভিযানে টেকনাফ পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত