Ajker Patrika

নানা কর্মসূচিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০: ৩৪
নানা কর্মসূচিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিভিন্ন স্থানে নানান কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’-এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার দেশের জেলা ও উপজেলাগুলোতে দিবসটি পালিত হয়। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর: মাদারীপুর জেলাসহ চারটি উপজেলায় দিবসটি পালিত হয়েছে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এতে মাদারীপুরের স্থানীয় সরকারি বিভাগের উপপরিচালক আজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজৈর (মাদারীপুর): দিবসটি উপলক্ষে রাজৈর উপজেলায় র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত। এ সময় ইউএনও আনিসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এইচ এম মাহাবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডামুড্যা (শরীয়তপুর): ডামুড্যা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও সাদিকুর রহমান সবুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কাঠালিয়া (ঝালকাঠি): ঝালকাঠির কাঠালিয়ায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সুফল চন্দ্র গোলদার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেতাগী (বরগুনা): দিবসটি উপলক্ষে বরগুনার বেতাগীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় ইউএনও মো. সুহৃদ সালেহীন, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান প্রমুখ উপস্থিত ছিলেন।

চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে দিবসটি উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আবু আবদুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত