Ajker Patrika

হাওর রক্ষায় সাত দফা দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯: ৪৩
হাওর রক্ষায় সাত দফা দাবি

টাঙ্গুয়ার হাওরের প্রকৃত-পরিবেশ ও জীববৈচিত্র্য উন্নয়নে স্থায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।

গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ। এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, প্রচার সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয় সম্পদ টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে হাওর বাঁচাও আন্দোলন প্রধানমন্ত্রীকেই শেষ ভরসা মনে করে। তাই টাঙ্গুয়ার হাওর রক্ষায় স্থানীয় জনমতের প্রতিফলন অনুযায়ী তাঁরা সাত দফা দাবি উত্থাপন করেছে। সাত দফায় রয়েছে, হাওরের বর্তমান ব্যবস্থাপনা বাতিল করতে হবে। হাওর ব্যবস্থাপনার নামে গত ২০ বছরের কার্যক্রমের ব্যয়ের স্বচ্ছতা এবং এতে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করতে হবে। টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা শুরুর প্রারম্ভে গাছ, মাছ, পাখি, সরীসৃপ, পোকামাকড় ও অন্যান্য প্রাণী তথা সামগ্রিক জীববৈচিত্র্যের প্রজাতি ও সংখ্যা এবং বর্তমানে বিদ্যমান প্রজাতি ও সংখ্যার তারতম্য মূল্যায়ন। জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে পাঁচ বছরের জন্য মাছ ও পাখি ধরা এবং বনজ সম্পদ আহরণ বন্ধ করতে হবে। হাওরের জনসাধারণ ও পর্যটকের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে হবে। মৎস্য, বন, প্রাণিসম্পদ তথা সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আইন প্রণয়ন করে হাওর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে। ‘হাওর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের পূর্বে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ নিয়োগ দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত