Ajker Patrika

দিনে রেকি করে রাতে চুরি করত তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০: ০২
দিনে রেকি করে রাতে চুরি করত তারা

এরা সবাই নিম্ন আয়ের মানুষ। মোহাম্মদপুরে মেস ভাড়া নিয়ে একসঙ্গে থাকে। কেউ ফল বিক্রেতা, কেউবা অটোরিকশাচালক, আবার কেউ ভ্যানচালক। সারা দিন কাজের ফাঁকে বিভিন্ন বাসা ঘুরেফিরে দেখত। মেসে ফিরে রাতের বেলা হতো পরিকল্পনা। পরে সময়-সুযোগ বুঝে সংঘবদ্ধভাবে চুরি করত। গত বুধবার ধানমন্ডিতে জানালার গ্রিল কেটে এরাই চুরি করেছে।

গতকাল শনিবার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, চুরির ঘটনার শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মূল হোতাসহ চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, এই চক্রের সদস্য সংখ্যা ৬-৭ জন। ফাঁকা বাড়িই তাদের লক্ষ্য। তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, ধানমন্ডির ১১/এ নম্বর রোডের ওই বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল তারা। চুরির ঘটনাটি প্রবাসে অবস্থানরত বাড়ির মালিক সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পান এবং পরবর্তীকালে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করলে আলোড়ন সৃষ্টি হয়। এরপর অভিযানে চক্রের সদস্য নাসির শেখ (২৫), মো. ফরহাদ (২৯), মো. সেলিম (২৬), মো. আজাদকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত