Ajker Patrika

বিএনপি নেতার ওপর হামলা যুবদলের দুই নেতা গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১২: ৫২
বিএনপি নেতার ওপর হামলা  যুবদলের দুই নেতা গ্রেপ্তার

খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি ফজলে হালিম লিটনের ওপর হামলার ঘটনায় পুলিশ হোসেন বাবু ও আরিফুর রহমান আরেফিন নামে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে খালিশপুর প্লাটিনাম গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন খান।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, ৮ মে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা লিটনের ওপর আক্রমণ করে। ১০ মে তিনি খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। হামলার ব্যাপারে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির নাম তিনি তদন্ত কর্মকর্তার কাছে বলেন। সব তথ্য সংগ্রহ করার পর শুক্রবার রাতে বাবু ও আরেফিনকে খালিশপুর প্লাটিনাম দ্বিতীয় গেট থেকে গ্রপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার সঙ্গে জড়িত আছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদেরকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো, কামাল হোসেন খান বলেন, আইনজীবী ফজলে হালিম লিটনের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা গতকাল দুপুরে বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি আইনজীবী ফজলে হালিম লিটনের ওপর হামলার ঘটনা নিয়ে পুলিশ সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতা–কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে নেতা-কর্মীরা যখন রাজপথে সক্রিয় ঠিক সেই মুহূর্তে খুলনার ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্র। আর তাদেরই হয়েই পুলিশ প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের এজেন্টরা বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তারে মাঠে নেমেছে। যার অংশ হিসেবে খালিশপুর থানা যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ও আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তার করেছে। তিনি অবিলম্বে গ্রেপ্তার যুবদলের এই দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি, স. ম. আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত