Ajker Patrika

মুরাদনগরে গাঁজাসহ আটক ৪

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ২১
মুরাদনগরে গাঁজাসহ  আটক ৪

কুমিল্লার মুরাদনগরে গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার গকুলনগর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেল-হাজতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার লালমাই থানার দরবেশ পাড়া গ্রামের নুরুল হক (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হরিপুর গ্রামের এনামুল হক (২৮), একই থানার সাগরতলা গ্রামের শাহ জাহানের ছেলে সুজন মিয়া (২৫) ও উত্তর মৌড়াইল গ্রামের সাজ্জাদ হোসেন (৩০)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সীমান্তবর্তী এলাকা থেকে মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজার হয়ে জেলার লালমাই থানা এলাকার একটি গাঁজার চালানের সংবাদ পাই। এর ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ গকুলনগর এলাকা থেকে ৪ জনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত