Ajker Patrika

অবসরে পড়ে নাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ২৬
অবসরে পড়ে নাও

এখন চলছে ডিসেম্বর মাস। অনেকের পরীক্ষা শেষ। হাতে অনেক সময়। এই সময়কে কাজে লাগাতে পারো ভালো বই পড়ে। অবসরে পড়ে ফেলতে পারো শিশুসাহিত্যিক ফারুক হোসেনের গল্পের বই ‘ক্যাট ও ল্যাপটপ’। বইটিতে রয়েছে বেশ কিছু মজার গল্প। বইয়ের একটি গল্পে দাদি কথককে খুব সকালে তড়িঘড়ি করে একটি পাতিল তুলে দিল। সে পাতিলটির মুখ এক টুকরো কাপড়ে ঢাকা এবং সুতা দিয়ে শক্ত করে বাঁধা। দাদি জানালেন, পাতিলের ভেতর আছে পিঠা। দাদি আক্ষেপ করে বললেন, ‘আহা রে, ওরা কত দিন পিঠা খায় নাই কে জানে!’

গল্পের কথক পাতিল হাতে নিয়ে অনুভব করল, পাতিলের ওজন বেশ। প্রায়ই তাকে দাদির হুকুম মেনে কিছু লোককে খাবার দিতে যেতে হয়। কথক জানে সে লোকগুলো কারা। তাদের কাজ কী, সে তা-ও জানে। কারণ আগেও ডাব, রান্না করা তরকারি নিয়ে তাদের দিয়ে এসেছে সে। কিন্তু সেই লোকগুলো কারা? সে প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে ‘রাইফেলের তিনটি অংশ’ গল্পটি।

এ গল্পটি আছে ‘ক্যাট ও ল্যাপটপ’ বইয়ে। বইয়ে আরও আছে ‘ইঁদুর ও ইন্টারনেট’, ‘মায়ের জন্য নতুন গল্প’, ‘ছুটিতে মায়ের পাশে’, ‘বারান্দায় যাওয়া বারণ’ ও ‘সামিনের শপিং লিস্ট’। বইটি প্রকাশ করেছে ছোটদের প্রকাশনা সংস্থা বাবুই। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী মৌমিতা কর। দাম ১৩৫ টাকা। বাবুই প্রকাশ ও রকমারি ডট কম থেকে বইটি কেনা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত