Ajker Patrika

চকরিয়ায় ইউপি নির্বাচন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১২: ৪৩
চকরিয়ায় ইউপি নির্বাচন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ।

গতকাল শুক্রবার সকালে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ জাফর আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানা গেছে, গত মঙ্গলবার শহীদুল ইসলামকে বিএমচর ইউপিতে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। তবে তিনি স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভোট করতে অক্ষম বলে জানান।

এরপর মনোনয়ন বোর্ড তাঁর দলীয় প্রার্থিতা বাতিল করে বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলমকে মনোনয়ন দেয়।

শহীদুল ইসলাম বলেন, ‘আমি অসুস্থ। নির্বাচনে দাঁড়াব এমন প্রস্তুতি ছিল না। বিষয়টি কেন্দ্রে মৌখিক ও লিখিতভাবে জানায়। এর পর দল বদিউল আলমকে মনোনয়ন দিয়েছে। এতে দলীয় নেতা–কর্মীরা উৎফুল্ল।’

বদিউল আলম বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে। এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংসদ জাফর আলমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত