Ajker Patrika

মোশাররফকে নিয়ে কচির নাটক ‘দুধভাত’

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৪: ০২
মোশাররফকে নিয়ে কচির নাটক ‘দুধভাত’

অভিনেতা কচি খন্দকার ও মোশাররফ করিমের সম্পর্কটা বেশ পুরোনো। কাছাকাছি সময়ে টিভি নাটকে ক্যারিয়ার শুরু হয়েছিল তাঁদের। কচির লেখা ও পরিচালনায় অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মোশাররফ। ব্যক্তিজীবনেও তাঁরা কাছের বন্ধু।

প্রায় দেড় বছর পর পরিচালনায় ফিরলেন কচি খন্দকার। সম্প্রতি ঢাকার ধামরাইয়ে তিন দিন ধরে শুটিং করলেন ঈদের নাটক ‘দুধভাত’-এর। কচি খন্দকার বলছেন, ‘এটি একটি নির্মল আনন্দের প্রোডাকশন। ঈদের নাটক, তাই হাসিমজা তো আছেই। তবে হাসির আড়ালে গোঁজা আছে সামাজিক বাস্তবতার বিষয়টিও।’ অনেক দিন পর পরিচালনায় এসে মোশাররফের ওপরেই ভরসা রেখেছেন কচি। ‘দুধভাত’ নাটকে স্থানীয় নেতা সামসুল ইসলাম চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ।

‘দুধভাত’ নাটকের শুটিংয়ে মোশাররফ করিমকে দেখা গেছে মার্কসবাদী বিপ্লবী চে গুয়েভারার ছবি অঙ্কিত টি-শার্ট গায়ে। আর মাথায় পরা লাল রঙের হ্যাট। কচি খন্দকার বলেন, ‘ছোটবেলায় খেলতে গিয়ে যে ছেলেটি বাড়তি হয়ে যেত, তাকে বলত দুধভাত। সে দুই পক্ষেই খেলতে পারত। এই দুই পক্ষেই খেলতে পারার মধ্য দিয়ে আসলে নীতিভ্রষ্টতা তৈরি হয়। পরবর্তী জীবনে তাঁর আদর্শ বলে কিছু থাকে না। এ বিষয়টিই ব্যাঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে নাটকে।’

‘দুধভাত’ নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনের ঈদ আয়োজনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত