Ajker Patrika

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর মিলল শিশুর লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ২৪
নিখোঁজের ৪৩ ঘণ্টা পর মিলল শিশুর লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে নানার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার আব্দুল গফুরের নতুন বাড়ি থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু মোহাম্মদ ছাবিদ আলী (৪) মীরসরাই উপজেলার মায়ানী এলাকার গোলাম কিবরিয়া পুত্র। শিশুটির মামা মোহাম্মদ কিবরিয়া জানান, পূর্ব শত্রুতার শোধ নিতে কেউ ছাবিদকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার পর হত্যাকারীরা নিজেদের আড়াল করতে তার লাশ পুকুরে ফেলে গেছে।

শিশুটির পিতা গোলাম কিবরিয়া জানান, গত শনিবার সকালে নানার বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয় শিশু ছাবিদ। ঘণ্টাখানেক পর তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন শিশুর মা। শনিবার বিকেলে সীতাকুণ্ড মডেল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ছাবিদের লাশ ভাসতে দেখে তাঁদের খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

সীতাকুণ্ড থানার এসআই টিবলু মজুমদার জানান, শিশুর লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত