Ajker Patrika

রাতের মিলান ডার্বিকে সাধারণ মানতে নারাজ ইন্টার কোচ

আপডেট : ১০ মে ২০২৩, ১৭: ২৩
রাতের মিলান ডার্বিকে সাধারণ মানতে নারাজ ইন্টার কোচ

চ্যাম্পিয়নস লিগ নিয়ে এক ভিডিওতে ফিলিপ্পো ইনজাঘি জানিয়েছিলেন, আপনি যদি এসি মিলানে যোগ দেন তাহলে বুঝতে পারবেন দলের ডিএনএ হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, দ্য ইউরোপিয়ান কাপ ঐতিহ্য। এসি মিলানের ইতিহাসও দলের সাবেক কোচ ও স্ট্রাইকারের কথাই প্রমাণ করে।

শুধু মিলানের ক্ষেত্রেই নয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ইতিহাস এক দশক আগে এমনই ছিল ইতালিয়ান ফুটবলের অন্য ক্লাবগুলোরও। কিন্তু সেসব এখন অতীত। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে সিরি ‘আ’র কোনো ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। ইন্টার মিলানের তৃতীয় সেই ট্রফিতেও হয়তো এত দিনে ধুলোবালির আস্তরণ পড়েছে।

এবার আলমারিতে নতুন ট্রফি তোলার সুযোগ পাচ্ছে ইন্টার। এ সুযোগ কাজে লাগাতে সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারাতে হবে তাদের। ২০০৪-০৫ মৌসুমের পর আজ আবারও দুই দলের কোনো ডার্বি হচ্ছে চ্যাম্পিয়নস লিগে। সেমির প্রথম লেগে সাতবারের চ্যাম্পিয়নদের হারাতে পারলে তাদের একটা অতৃপ্তিও ঘুচে যাবে। এখনো পর্যন্ত টুর্নামেন্টের ৪ ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে কখনো জয় পায়নি তারা। ২ ড্রয়ের বিপরীতে ২টিতে হেরেছে তারা।

sportসিরি ‘আ’তে ইতিমধ্যে নাপোলি চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে মিলানের চেয়ে ভালো ছন্দে রয়েছে ইন্টার। সর্বশেষ পাঁচ ম্যাচের প্রতিটিতে জয় পেয়েছে তারা। নিজেদের মুখোমুখি সর্বশেষ দুই ম্যাচেও ইন্টার জিতেছে। এর চেয়েও দলের বড় সুসংবাদ হচ্ছে স্ট্রাইকাররা গোল পাচ্ছেন প্রতি ম্যাচে। সব নিজেদের পক্ষে থাকলেও আজকের ম্যাচকে অন্য ডার্বির সমান মানতে নারাজ ইন্টারের কোচ সিমোন ইনজাঘি।

ইনজাঘি বলেছেন, ‘এটি সাধারণ কোনো ডার্বি নয়, আরও বড়। জানি এটি আমাদের, সমর্থকদের এবং আমার জন্য কতটা অর্থপূর্ণ। তবে নিজেকে শান্ত মনে হচ্ছে। ছেলেদের খুব মনোযোগী হতে দেখেছি। প্রতিটি ম্যাচের নিজস্ব গল্প থাকে। কখনো কখনো আক্রমণাত্মক আবার কখনো রক্ষণাত্মক হতে হবে। শেষ ষোলো এবং কোয়ার্টারে যেমন খেলেছিলাম ঠিক তেমনি এ ম্যাচেও সবাইকে একসঙ্গে ত্যাগ স্বীকার করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত