Ajker Patrika

১৭ বছর পর বরগুনা জেলা যুবলীগের সম্মেলন

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৫
১৭ বছর পর বরগুনা জেলা যুবলীগের সম্মেলন

২১ ডিসেম্বর বরগুনা জেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে আওয়ামী যুবলীগ। সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত একাধিক সাংগঠনিক সম্পাদক প্রস্তুতি পর্যবেক্ষণে বরগুনা সফর করছেন। প্রস্তুতি বৈঠকও করেছে জেলা যুবলীগ।

জেলা আওয়ামী যুবলীগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে সবশেষ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অ্যাডভোকেট কামরুল আসহান মহারাজকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন করে। ১৭ বছর আবার সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহ সময়সীমা নির্ধারণ করে বরগুনা জেলা যুবলীগের পদপ্রত্যাশীদের কেন্দ্রীয় দপ্তর থেকে জীবনবৃত্তান্ত চাওয়া হয়। চার দিনে বরগুনা জেলা যুবলীগের পদপ্রত্যাশী ২৪০ জন জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দেন।

জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, এবার কমিটির শীর্ষ দুই পদপ্রত্যাশীদের অনেকেই সাবেক ছাত্রলীগ নেতা। তাঁদের মধ্যে সভাপতি পদপ্রত্যাশী বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহসভাপতি রেজাউল করিম এ্যাটম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

_IMG20211211WA0001জেলা আওয়ামী যুবলীগের বর্তমান সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ‘আমি চাই এই সংগঠনে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সংগঠনকে ভালোবেসে সুনাম অক্ষুণ্ন রেখে দেশ-জাতির স্বার্থে রাজনীতি করবেন।’

যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বলেন, ‘যোগ্যতার ভিত্তিতেই নেতা নির্বাচিত করা হবে। ত্যাগী, যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন নেতৃত্বই আমাদের কাছে প্রাধান্য পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত