Ajker Patrika

যৌথ প্রযোজনার সিনেমায় চমক

যৌথ প্রযোজনার সিনেমায় চমক

গত বছর বড় পর্দায় নাম লিখিয়েছেন রুকাইয়া জাহান চমক। খ ম খুরশীদের ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমায় একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রথম সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করেছেন চমক। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির নাম ‘ঘুম বারান্দা’, পরিচালক ভারতের বিশ্ব রায়। এতে একজন তারকা অভিনেতার স্ত্রীর চরিত্রে দেখা যাবে চমককে। সিনেমাটি নিয়ে চমক বলেন, ‘প্রথমবারের মতো যৌথ প্রযোজনার সিনেমায় যুক্ত হলাম। সিনেমাটিতে দেখা যাবে দুই বাংলার মেলবন্ধন। পরিচালক ভারতীয় হলেও এতে দুই বাংলার অভিনয়শিল্পীরা অভিনয় করছেন।’

নিজের চরিত্র নিয়ে চমক বলেন, ‘আমি একজন বাংলাদেশি মেয়ের চরিত্রে অভিনয় করছি। যার বিয়ে হয় ওপার বাংলার একজন নায়কের সঙ্গে। এই মেয়েটির লাইফের জার্নিটা তুলে ধরা হয়েছে। একজন নায়কের স্ত্রীর জীবনের স্ট্রাগল নিয়েই সিনেমার গল্প। দুই দিন শুটিং করেছি। শিগগির আবার কাজ শুরু করব।’ 
প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার কারণে ‘ঘুম বারান্দা’ সিনেমায় তাঁর বিপরীতে কে অভিনয় করছেন, তা জানাননি চমক। এ বিষয়ে চমক বলেন, ‘এ চরিত্রটিতে কে অভিনয় করছেন, সেটা চমক হিসেবেই রাখতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান। আমিও সেই রহস্যটা প্রকাশ করতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, সুপারস্টার নায়কের চরিত্রে ওপার বাংলার পরিচিত মুখ অভিনয় করছেন।’

সিনেমাটিতে আরও আছেন আতাউর রহমান, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিশ্ব রায়। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নিজের প্রথম সিনেমা ‘জয় বাংলা ধ্বনি’র প্রথম লটের কাজ শেষ করেছেন চমক। এতে তাঁর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে চমক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা প্রতিটি অভিনয়শিল্পীর জন্য গৌরবের। এই সিনেমায় প্রথমবারের মতো নারী মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করলাম। একেবারেই নতুন অভিজ্ঞতা আমার জন্য।’

শুধু অভিনয়শিল্পী নয়, নির্মাতা হিসেবেও অভিষেকের অপেক্ষায় আছেন চমক। ইতিমধ্যে শেষ করেছেন তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ডি-ঢাকা ড্রাগ ডিলারস’-এর কাজ। এই সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও তাঁর লেখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত