Ajker Patrika

তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ১১
তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে প্রেসক্লাবের সামনে ঐক্য ন্যাপ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে জেলার শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ পরিবার-পরিজন নিয়ে সংকটে পড়েছেন। লাগামহীনভাবে গণপরিবহনের ভাড়া বেড়ে গেছে। অথচ এ সংকট সমাধানে সরকারের কোনো পদক্ষেপ নেই। অবিলম্বে জ্বালানি তেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয় মানববন্ধনে। এ ছাড়া নরসিংদীর চরাঞ্চলে ছয় নিহতসহ দেশজুড়ে নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা শাখার সহসভাপতি নূরুল ইসলাম মাস্টার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত