Ajker Patrika

কালীগঞ্জে আ.লীগ প্রার্থীকে লক্ষ্য করে বোমা হামলা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
কালীগঞ্জে আ.লীগ প্রার্থীকে লক্ষ্য করে বোমা হামলা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানি অধিকারীকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্যামলী রানি অধিকারীসহ তাঁর বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত রোববার‍ রাত ১০টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানি অধিকারী ইউনিয়নের নেত্রী এলাকায় নির্বাচনী পথসভা শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে এ বোমা হামলা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরব আলী, সেলিম মাহমুদ ও আরিফুল ইসলাম জানান, ‘নেঙ্গী এলাকা থেকে নির্বাচনী পথসভা ও প্রচার প্রচারণা শেষে ফেরার পথে কৃষ্ণনগর শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত আমাদের লক্ষ করে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে আওয়ামী লীগ প্রার্থী শ্যামলী রানি অধিকারী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন এবং গুরুতর আহত হন। এ ছাড়া আমাদের শরীরে বেশ কিছু জায়গায় পুড়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। শ্যামলী রানিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বার্তা জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে আওয়ামী লীগ প্রার্থী শ্যামলী রানি অধিকারীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। টানা দুইবার বোমা হামলার ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত