হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে শণের ছাউনিতে সকাল থেকে বিকেল পর্যন্ত আখের রস বিক্রি করেন সন্ধ্যামনি চাকমা। পাশেই তাঁর আখের খেত। বেশি লাভ হওয়ায় মেশিনে আখ মাড়িয়ে রস বিক্রি করেন তিনি। এ কাজে তাঁকে সহায়তা করেন স্ত্রী।
দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন রাঙামাটির শুকরছড়ি খামারপাড়া এলাকায় থাকেন সন্ধ্যামনি চাকমা (৫৫)। এক সময় পাহাড়ের সমতল জমিতে করতেন ধানচাষ। কিন্তু ফলন ভালো না হওয়ায় ছিলেন হতাশ। রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্রের সহায়তায় করেন আখ চাষ। তাতেই বদলে যায় সন্ধ্যামনি চাকমার ভাগ্য। বছরে আখ বিক্রি করে আয় করেন ৬০ হাজার টাকা। বর্তমানে বিক্রি করছেন আখের রস। তাতে আয় দিনে তিন হাজার টাকা। আখের চেয়ে রস বিক্রি করে লাভ প্রায় তিন গুণ। আখের রসে ভাগ্য বদলেছে সন্ধ্যামনি চাকমার।
সন্ধ্যামনি বলেন, ‘আগে প্রায় ৪০ শতক সমতল জমি ধান চাষ করতাম। কিন্তু ফলন ভালো হতো না। তখন আমার মধ্যে হতাশা কাজ করত। একদিন রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্র থেকে এক ব্যক্তি আমাকে আখ চাষের পরামর্শ দেন। তাঁর পরামর্শে আমি আখ চাষ শুরু করি।’
তিনি প্রতি বছর আখ বিক্রি করে আয় করেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। পরে ইক্ষু গবেষণা কেন্দ্র তাঁকে আখ মাড়িয়ে রস বের করার মেশিন দেয়। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের শুকরছড়ি খামার পাড়া এলাকায় এখন নিয়মিত বিক্রি করেন আখের রস।
সন্ধ্যামনি বলেন, ‘সরাসরি আখ বিক্রি করলে যত টাকা পাওয়া যেত, রস বিক্রি করলে তার চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি টাকা পাচ্ছি। খেতের কোনো আখই নষ্ট হয় না। আঁকাবাঁকা আখ দিয়ে রস তৈরি করা যায়।’
ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘চলার পথে তাঁর আখের রস পান করি। বাসায়ও নিয়ে যাই।’
এদিকে সন্ধ্যামনির আখ রস বিক্রির জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বাজার। এখানে বিকেলে পাহাড়ি ফল ও সবজি নিয়ে বসেন স্থানীয়রা।
জেলা ইক্ষু গবেষণা কর্মকর্তা ধনেশ্বর তঞ্চঙ্গ্যা বলেন, ‘পাহাড়ে অনেক এলাকা আখ চাষের উপযোগী। চাষের উপযোগী জমি নির্বাচন করে আমরা চাষিদের আখ চাষে উৎসাহ দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছি।’
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে শণের ছাউনিতে সকাল থেকে বিকেল পর্যন্ত আখের রস বিক্রি করেন সন্ধ্যামনি চাকমা। পাশেই তাঁর আখের খেত। বেশি লাভ হওয়ায় মেশিনে আখ মাড়িয়ে রস বিক্রি করেন তিনি। এ কাজে তাঁকে সহায়তা করেন স্ত্রী।
দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন রাঙামাটির শুকরছড়ি খামারপাড়া এলাকায় থাকেন সন্ধ্যামনি চাকমা (৫৫)। এক সময় পাহাড়ের সমতল জমিতে করতেন ধানচাষ। কিন্তু ফলন ভালো না হওয়ায় ছিলেন হতাশ। রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্রের সহায়তায় করেন আখ চাষ। তাতেই বদলে যায় সন্ধ্যামনি চাকমার ভাগ্য। বছরে আখ বিক্রি করে আয় করেন ৬০ হাজার টাকা। বর্তমানে বিক্রি করছেন আখের রস। তাতে আয় দিনে তিন হাজার টাকা। আখের চেয়ে রস বিক্রি করে লাভ প্রায় তিন গুণ। আখের রসে ভাগ্য বদলেছে সন্ধ্যামনি চাকমার।
সন্ধ্যামনি বলেন, ‘আগে প্রায় ৪০ শতক সমতল জমি ধান চাষ করতাম। কিন্তু ফলন ভালো হতো না। তখন আমার মধ্যে হতাশা কাজ করত। একদিন রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্র থেকে এক ব্যক্তি আমাকে আখ চাষের পরামর্শ দেন। তাঁর পরামর্শে আমি আখ চাষ শুরু করি।’
তিনি প্রতি বছর আখ বিক্রি করে আয় করেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। পরে ইক্ষু গবেষণা কেন্দ্র তাঁকে আখ মাড়িয়ে রস বের করার মেশিন দেয়। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের শুকরছড়ি খামার পাড়া এলাকায় এখন নিয়মিত বিক্রি করেন আখের রস।
সন্ধ্যামনি বলেন, ‘সরাসরি আখ বিক্রি করলে যত টাকা পাওয়া যেত, রস বিক্রি করলে তার চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি টাকা পাচ্ছি। খেতের কোনো আখই নষ্ট হয় না। আঁকাবাঁকা আখ দিয়ে রস তৈরি করা যায়।’
ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘চলার পথে তাঁর আখের রস পান করি। বাসায়ও নিয়ে যাই।’
এদিকে সন্ধ্যামনির আখ রস বিক্রির জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বাজার। এখানে বিকেলে পাহাড়ি ফল ও সবজি নিয়ে বসেন স্থানীয়রা।
জেলা ইক্ষু গবেষণা কর্মকর্তা ধনেশ্বর তঞ্চঙ্গ্যা বলেন, ‘পাহাড়ে অনেক এলাকা আখ চাষের উপযোগী। চাষের উপযোগী জমি নির্বাচন করে আমরা চাষিদের আখ চাষে উৎসাহ দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫