Ajker Patrika

শেষ মুহূর্তের সমীকরণ মেলাচ্ছেন শ্রীরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ মুহূর্তের সমীকরণ মেলাচ্ছেন শ্রীরাম

আইসিসির কাছে বিশ্বকাপের দল দেওয়ার শেষ দিন আগামী পরশু। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের তিন দিনের বিশেষ ক্যাম্প শেষ হবে কালই। বিশেষ ক্যাম্পের শেষ দিনই ঘোষণা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। তার আগে দল নিয়ে শেষ মুহূর্তের সমীকরণ মেলাতে ব্যস্ত শ্রীরাম।

বিশেষ ক্যাম্পের প্রথম দিনই যেমন, এই ব্যাটারের কাছে তো চোখের পলকে বোলারের দিকে ছুটছেন। শ্রীরাম যখন ম্যাচের নানা মুহূর্তের নির্দেশনা দিতে ব্যস্ত, টিম ম্যানেজমেন্টের আরেক গুরুত্বপূর্ণ সদস্য খালেদ মাহমুদ সুজন তখন আম্পায়ারের ভূমিকায়।

শ্রীরামের বিশেষ ক্যাম্পের প্রথম দিনটা কেটেছে ম্যাচের বিভিন্ন মুহূর্ত ক্রিকেটাররা কীভাবে সামলাবেন। পাওয়ার প্লেতে ব্যাটিং, মাঝের ওভারে ব্যাটিং কিংবা স্লগ ওভারের দ্রুত রান তোলার কৌশল। পাওয়ার প্লেতে ব্যাটারদের যেমন বলে দেওয়া হয়েছিল, ৫০ রান তুলতে হবে। একই সঙ্গে ২ উইকেটের বেশি হারানো যাবে না। বোলারদের জন্য নির্দেশনা ছিল ৪৫ রানের বেশি দেওয়া যাবে না।

কার ওপর কোন দায়িত্ব থাকবে কিংবা দলে কে কোন পজিশনে থাকছেন, সেভাবেই চলেছে ক্যাম্পের প্রথম দিন। প্রথম দিনে কয়েক ধাপে ওপেনিং করেছেন এই পজিশনের সর্বশেষ সংযোজন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে। আজ ক্যাম্পের দ্বিতীয় দিনে ওপেনিং পরিস্থিতিতে ব্যাটিংয়ের সুযোগ পাবেন মোহাম্মদ নাঈম-পারভেজ হোসেন ইমন। বিশ্বকাপে মিরাজ-সাব্বির ওপেনিং জুটিই থাকছে কি না এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘ঠিক সে রকম নয়। ভাবনায় ওরা আছে। তাদের ইতিবাচক মানসিকতা ছিল। অন্য ওপেনারদের আমরা এর মধ্যে দেখব।’

সুযোগ দেওয়া হয় ওপেনিংয়ের বিকল্প হিসেবে আলোচনায় থাকা সৌম্য সরকারকেও। প্রথমে নাজমুল হোসেন শান্তর সঙ্গে পাওয়ার প্লের পরিস্থিতিতে নামেন সৌম্য। এক ছক্কা, দুটি চার মারেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় দফায় শেষ বিকেলে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আরেকবার পাওয়ার প্লেতে ব্যাটিং করানো হয় সৌম্যকে। ওপেনিংয়ে মাহমুদউল্লাহর নামটা শুনে অবাক হচ্ছেন! গতকাল দুই রকম পরিস্থিতিতে ব্যাটিং করেন, একমাত্র ব্যাটার তিনি। এমনিতে বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে জোর আলোচনায় এই অভিজ্ঞ ক্রিকেটার।

গুঞ্জন আছে, বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ। অনেক দিন ধরে নিজের সেরা ছন্দে নেই তিনি। মাহমুদউল্লাহর থাকা না-থাকা নিয়ে সুজন বলেছেন, ‘রিয়াদ যেহেতু ক্যাম্পে আছে, এত বছর ধরে খেলছে, সাদা বলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওর জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা চিন্তা করিনি যে, তা নয়। আমাদের মাথায় অবশ্যই আছে বিষয়টা। যখন দল করা হবে, তখন সিদ্ধান্ত হবে।’

অন্য দিকে লিটন দাসকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। গতকাল তাই ওপেনিংয়ে নয়, চারে ব্যাটিং করেছেন লিটন। লিটনের মতো চোট থেকে সেরে উঠে মাঝের ওভারে ব্যাটিং করেছেন ইয়াসির আলী রাব্বি।

বোলিংয়ে মোহাম্মদ সাইফউদ্দীন-মোস্তাফিজুর রহমানরা সাদামাটা এক দিনই পার করেছেন। মোস্তাফিজ ছিলেন এলোমেলো, সাইফউদ্দিনও দিশা খুঁজে পাননি। মাঠে দাঁড়িয়ে থেকে শ্রীরাম বোলারদের দিয়েছেন নির্দেশনা, ব্যাটারদের বেঁধে দিয়েছেন চ্যালেঞ্জ। সব সমীকরণ মিলিয়ে দলটা আজ-কালের মধ্যে চূড়ান্ত করবে টিম ম্যানেজমেন্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত