Ajker Patrika

টিকা ছাড়া হলে উঠতে পারবেন না শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৪
টিকা ছাড়া হলে উঠতে পারবেন না শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক শিক্ষার্থীদের হলে উঠতে শতভাগ ন্যূনতম এক ডোজ করোনার টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন না। গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে চলমান টার্ম ফাইনাল পরীক্ষা, শিক্ষার্থীদের টিকাদানের অগ্রগতি, হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে সংস্কারকাজের অগ্রগতি, দ্বিতীয় টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

ঘণ্টাব্যাপী এ সভায় ডিসিপ্লিন প্রধানরা স্ব-স্ব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের টিকাদানের অগ্রগতি তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে হলে আবাসিক শিক্ষার্থীদের শতভাগ ন্যূনতম এক ডোজ টিকা গ্রহণ করতে হবে। বিষয়টি দ্রুত নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে ২৭ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন/ইউজিসির লিংকে তালিকা প্রেরণ এবং যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে এখনো টিকা দিতে পারেনি, তাদের বিশেষ ব্যবস্থায় টিকাদানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

এ ছাড়া শিগগির হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে আবাসিক শিক্ষার্থী যারা টিকা দিয়েছে, তাদের টিকা কার্ডের ফটোকপিসহ আনুষঙ্গিক কাগজপত্র হল এবং ডিসিপ্লিনে জমা দিতে হবে মর্মে নোটিশ প্রদান করা হবে। এ ছাড়া পরবর্তী টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়টিতেও জোর দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যে এটি প্রণয়ন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

হল ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নিয়মানুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে বলে জানানো হয়। শিগগির সিন্ডিকেট সভা আহ্বান করা হবে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক হল ও বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারিত হবে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সার্বিক প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত