Ajker Patrika

সিলেটে করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের টিকাদান শুরু

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১০: ৩৬
সিলেটে করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের টিকাদান শুরু

অবশেষে সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। গতকাল বুধবার সকালে নগরীর সিলেট সরকারি মহিলা কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়। ১ নভেম্বর থেকে সারা দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও প্রস্তুতি না থাকায় এত দিন টিকা দেওয়া শুরু করা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, প্রথমে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। সিলেট বিভাগের চার জেলায় প্রায় ১ লাখ ৬২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা।

২৯ নভেম্বরের মধ্যে জেলা এবং উপজেলার সব এইচএসসি পরীক্ষার্থীকে স্ব স্ব কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।

যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নেই, তার আশপাশে সরকারি কোনো অফিসে বিশেষভাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে করোনাভাইরাসের টিকা নিতে অপেক্ষায় আছে সিলেটের প্রায় ২ লাখ শিক্ষার্থী।

ইতিমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিস। এসব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।

জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এসব শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য প্রেরণকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এ এসএম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের টিকারব্যবস্থা করবে।

টিকা কার্যক্রম শুরু করতে দেরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, ফাইজারের টিকা দিতে প্রয়োজন শীতাতপ নিয়ন্ত্রিত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংবলিত বিশেষায়িত কেন্দ্র। তাই কেন্দ্র প্রস্তুত করতে দেরি হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত