সিলেট প্রতিনিধি
অবশেষে সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। গতকাল বুধবার সকালে নগরীর সিলেট সরকারি মহিলা কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়। ১ নভেম্বর থেকে সারা দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও প্রস্তুতি না থাকায় এত দিন টিকা দেওয়া শুরু করা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, প্রথমে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। সিলেট বিভাগের চার জেলায় প্রায় ১ লাখ ৬২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা।
২৯ নভেম্বরের মধ্যে জেলা এবং উপজেলার সব এইচএসসি পরীক্ষার্থীকে স্ব স্ব কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।
যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নেই, তার আশপাশে সরকারি কোনো অফিসে বিশেষভাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে করোনাভাইরাসের টিকা নিতে অপেক্ষায় আছে সিলেটের প্রায় ২ লাখ শিক্ষার্থী।
ইতিমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিস। এসব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।
জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এসব শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য প্রেরণকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।
সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এ এসএম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের টিকারব্যবস্থা করবে।
টিকা কার্যক্রম শুরু করতে দেরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, ফাইজারের টিকা দিতে প্রয়োজন শীতাতপ নিয়ন্ত্রিত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংবলিত বিশেষায়িত কেন্দ্র। তাই কেন্দ্র প্রস্তুত করতে দেরি হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
অবশেষে সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। গতকাল বুধবার সকালে নগরীর সিলেট সরকারি মহিলা কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়। ১ নভেম্বর থেকে সারা দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও প্রস্তুতি না থাকায় এত দিন টিকা দেওয়া শুরু করা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, প্রথমে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। সিলেট বিভাগের চার জেলায় প্রায় ১ লাখ ৬২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা।
২৯ নভেম্বরের মধ্যে জেলা এবং উপজেলার সব এইচএসসি পরীক্ষার্থীকে স্ব স্ব কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।
যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নেই, তার আশপাশে সরকারি কোনো অফিসে বিশেষভাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে করোনাভাইরাসের টিকা নিতে অপেক্ষায় আছে সিলেটের প্রায় ২ লাখ শিক্ষার্থী।
ইতিমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিস। এসব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।
জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এসব শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য প্রেরণকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।
সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এ এসএম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের টিকারব্যবস্থা করবে।
টিকা কার্যক্রম শুরু করতে দেরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, ফাইজারের টিকা দিতে প্রয়োজন শীতাতপ নিয়ন্ত্রিত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংবলিত বিশেষায়িত কেন্দ্র। তাই কেন্দ্র প্রস্তুত করতে দেরি হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫