ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
ব্রহ্মপুত্র নদের ওপর রেল সেতু দিয়ে সাধারণ মানুষ অবাধে চলাচল করছেন। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এ অবস্থায় মানুষের সতর্ক হওয়া ছাড়া এর সমাধান দেখছে না রেলওয়ে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মহানগরীর বলাশপুর মরাখলা এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর ট্রেন চলাচলের জন্য ১৯১৫ সালে নির্মাণ করা হয় রেল সেতু। ৯৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি ২০১৫ সালে শত বছর পার করে। এখন বয়স হয়েছে ১০৬ বছর। নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ট্রেনগুলো এই রেল সেতু অতিক্রম করে।
একই এলাকার হাফিজা আক্তার বলেন, তিনি শহরে মানুষের বাসা বাড়িতে কাজ করেন। ফেরি দিয়ে আসলে কাজের দেরি হয়ে যায়। তাই একটু ঝুঁকি থাকলেও রেল সেতু দিয়ে চলাচল করেন। তবে শীতের দিন একটু সমস্যা হয়। ট্রেন চোখে দেখা যায় না, হর্নও শোনা যায় না।
সেতুটি দিয়ে প্রতিদিন ৮-১০টি ট্রেন ১৮ থেকে ২০ বার যাওয়া আসা করে। এ ছাড়া সহজে যাতায়াতের জন্য ৫-৬ গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করে থাকে। এতে প্রায় সময়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে অনেককে। তবুও অবাধে যাতায়াত কমছে না।
চর গোবদিয়া গ্রামের মো. রনি বলেন, ‘অনেক সময় ফেরির জন্য বসে থাকতে হয়। কিন্তু রেল সেতুর ওপর দিয়ে আসলে দ্রুত কর্মস্থলে পৌঁছা যায়। সে জন্য অনেকেই সেতু ব্যবহার করে থাকে। তবে চলাচলে আমাদের খুব একটা সমস্যা হয় না। যারা নতুন সেতুর ওপর ওঠে, তাদের ক্ষেত্রেই সমস্যা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রেল সেতুর ওপর দিয়ে একজন হেঁটে যাওয়ার সময় আন্তনগর মোহণগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালক থামিয়ে তাঁর জীবন রক্ষা করেন। চলতি বছরে অন্তত পাঁচটি এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় দুলাল উদ্দিন বলেন, তিন বছর আগে ১৬ বছরের এক কিশোর ট্রেনে কাঁটা পড়ে মারা যায়। এটা আমার দেখা বড় দুর্ঘটনা। মানুষ সহজেই পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া কিছুদিন আগে ট্রেনে ধাক্কা লেগে একজন আহত হন।
মো. সবুজ মিয়া বলেন, ‘গোবদিয়া, নিলক্ষীয়া, আকতাপাড়া, কালিবাড়ি চর এলাকার লোকজন সকাল-সন্ধ্যা যাতায়াত করে। ট্রেন আসলেও মাঝে দাঁড়ানোর জায়গা রয়েছে। যারা সাহসী তাদের চলাচলে সমস্যা হয় না। কিন্তু প্রথম প্রথম কেউ উঠলে তাদের সমস্যা হয়।’
ময়মনসিংহ রেল বিভাগের প্রকৌশলী শাখার সহকারী প্রকৌশলী নারায়ন সরকার প্রসাদ বলেন, ‘রেল সেতুর ওপর দিয়ে মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে দুর্ঘটনা ঘটলে কেউ দায়িত্ব না। সেতুর মাঝে ট্রলি রিফিউজিং রয়েছে। সেটি মানুষ দাঁড়ানোর জন্য তৈরি করা হয়নি। ব্রিটিশরা সেটি তৈরি করেছিল রেল কর্মকর্তা কর্মচারীদের জন্য। যখন কোনো কাজে রেল কর্মকর্তা-কর্মচারীরা ট্রলি নিয়ে যাবে, তখন কোনো ট্রেন আসলে যেন দাঁড়াতে পারে।’
ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের চলাচলের জন্য রেললাইন তথা রেল সেতুতে ১৪৪ ধারা জারি থাকে সব সময়। লেখাও রয়েছে সেতু দিয়ে মানুষের চলাচল নিষিদ্ধ। তবুও মানুষ সতর্ক না হলে কিছু করার থাকে না।’
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, ‘এখানে আইন প্রয়োগের কিছু নেই, মানুষকে সতর্ক হতে হবে। কখনো ট্রেন থামিয়ে আবার কখনো মানুষ দৌড়ে গিয়ে প্রাণে বাঁচে, আহত হয়। সে জন্য সবাইকে রেলওয়ের আইন মেনে চলতে হবে এবং রেল সেতুর ওপর দিয়ে একদম চলা যাবে না।’
ব্রহ্মপুত্র নদের ওপর রেল সেতু দিয়ে সাধারণ মানুষ অবাধে চলাচল করছেন। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এ অবস্থায় মানুষের সতর্ক হওয়া ছাড়া এর সমাধান দেখছে না রেলওয়ে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মহানগরীর বলাশপুর মরাখলা এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর ট্রেন চলাচলের জন্য ১৯১৫ সালে নির্মাণ করা হয় রেল সেতু। ৯৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি ২০১৫ সালে শত বছর পার করে। এখন বয়স হয়েছে ১০৬ বছর। নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ট্রেনগুলো এই রেল সেতু অতিক্রম করে।
একই এলাকার হাফিজা আক্তার বলেন, তিনি শহরে মানুষের বাসা বাড়িতে কাজ করেন। ফেরি দিয়ে আসলে কাজের দেরি হয়ে যায়। তাই একটু ঝুঁকি থাকলেও রেল সেতু দিয়ে চলাচল করেন। তবে শীতের দিন একটু সমস্যা হয়। ট্রেন চোখে দেখা যায় না, হর্নও শোনা যায় না।
সেতুটি দিয়ে প্রতিদিন ৮-১০টি ট্রেন ১৮ থেকে ২০ বার যাওয়া আসা করে। এ ছাড়া সহজে যাতায়াতের জন্য ৫-৬ গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করে থাকে। এতে প্রায় সময়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে অনেককে। তবুও অবাধে যাতায়াত কমছে না।
চর গোবদিয়া গ্রামের মো. রনি বলেন, ‘অনেক সময় ফেরির জন্য বসে থাকতে হয়। কিন্তু রেল সেতুর ওপর দিয়ে আসলে দ্রুত কর্মস্থলে পৌঁছা যায়। সে জন্য অনেকেই সেতু ব্যবহার করে থাকে। তবে চলাচলে আমাদের খুব একটা সমস্যা হয় না। যারা নতুন সেতুর ওপর ওঠে, তাদের ক্ষেত্রেই সমস্যা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রেল সেতুর ওপর দিয়ে একজন হেঁটে যাওয়ার সময় আন্তনগর মোহণগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালক থামিয়ে তাঁর জীবন রক্ষা করেন। চলতি বছরে অন্তত পাঁচটি এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় দুলাল উদ্দিন বলেন, তিন বছর আগে ১৬ বছরের এক কিশোর ট্রেনে কাঁটা পড়ে মারা যায়। এটা আমার দেখা বড় দুর্ঘটনা। মানুষ সহজেই পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া কিছুদিন আগে ট্রেনে ধাক্কা লেগে একজন আহত হন।
মো. সবুজ মিয়া বলেন, ‘গোবদিয়া, নিলক্ষীয়া, আকতাপাড়া, কালিবাড়ি চর এলাকার লোকজন সকাল-সন্ধ্যা যাতায়াত করে। ট্রেন আসলেও মাঝে দাঁড়ানোর জায়গা রয়েছে। যারা সাহসী তাদের চলাচলে সমস্যা হয় না। কিন্তু প্রথম প্রথম কেউ উঠলে তাদের সমস্যা হয়।’
ময়মনসিংহ রেল বিভাগের প্রকৌশলী শাখার সহকারী প্রকৌশলী নারায়ন সরকার প্রসাদ বলেন, ‘রেল সেতুর ওপর দিয়ে মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে দুর্ঘটনা ঘটলে কেউ দায়িত্ব না। সেতুর মাঝে ট্রলি রিফিউজিং রয়েছে। সেটি মানুষ দাঁড়ানোর জন্য তৈরি করা হয়নি। ব্রিটিশরা সেটি তৈরি করেছিল রেল কর্মকর্তা কর্মচারীদের জন্য। যখন কোনো কাজে রেল কর্মকর্তা-কর্মচারীরা ট্রলি নিয়ে যাবে, তখন কোনো ট্রেন আসলে যেন দাঁড়াতে পারে।’
ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের চলাচলের জন্য রেললাইন তথা রেল সেতুতে ১৪৪ ধারা জারি থাকে সব সময়। লেখাও রয়েছে সেতু দিয়ে মানুষের চলাচল নিষিদ্ধ। তবুও মানুষ সতর্ক না হলে কিছু করার থাকে না।’
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, ‘এখানে আইন প্রয়োগের কিছু নেই, মানুষকে সতর্ক হতে হবে। কখনো ট্রেন থামিয়ে আবার কখনো মানুষ দৌড়ে গিয়ে প্রাণে বাঁচে, আহত হয়। সে জন্য সবাইকে রেলওয়ের আইন মেনে চলতে হবে এবং রেল সেতুর ওপর দিয়ে একদম চলা যাবে না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫