Ajker Patrika

শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রাজের ‘ওমর’

শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রাজের ‘ওমর’

পাঁচ বছর বিরতির পর নতুন সিনেমা বানাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত আগস্টে ঘোষণা দিয়েছিলেন ‘ওমর’ সিনেমার। গতকাল এ নির্মাতা জানালেন, ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং ও ডাবিং। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। প্রচারণা শুরু করবেন এ বছর থেকেই। বছরের শেষ দিন প্রকাশ করা হবে সিনেমার ফার্স্টলুক। 

কুমিল্লা, সিলেট, সাভার ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে ওমর সিনেমার শুটিং। মোস্তফা কামাল রাজ বলেন, ‘গত সেপ্টেম্বরে টানা ২৫ দিন শুটিং করেছি। সিনেমার শুটিংয়ের আগে সিদ্ধান্ত হয়েছিল শুটিং স্পটে কোনো ছবি তোলা যাবে না। ইউনিটের সবাই এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করেছেন। শুটিংয়ের পর ডাবিংয়ের কাজ শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’

মুক্তির পরিকল্পনা জানালেও সিনেমার গল্প নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন নির্মাতা। শুধু জানালেন, তাঁর নির্মিত আগের সিনেমাগুলো থেকে একেবারেই ভিন্ন এক গল্প নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। এর আগে ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ ও ‘যদি একদিন’ বানিয়েছিলেন রাজ।

ওমর সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শরীফুল রাজ। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু প্রমুখ। তবে রাজের বিপরীতে কে থাকছেন, তা জানানো হয়নি। সিনেমাটি নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায়, মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ ও স্যাভি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত