Ajker Patrika

গণটিকায় নারীদের ব্যাপক সাড়া

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৭
গণটিকায় নারীদের ব্যাপক সাড়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণটিকায় চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের ব্যাপক সাড়া দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়।

চাঁদপুরে জেলার সকল ইউনিয়ন ও ২ টির পৌরসভার ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে এই গণটিকাদান। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হয়। এ দিন জেলার প্রতিটি ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারীদের ভিড় লক্ষ্য করা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরাই জেলার ৮ উপজেলার ৯২টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে এবং চাঁদপুর ও হাজীগঞ্জ পৌরসভার ২৮টি ওয়ার্ডের ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা দিয়েছে। ২৫ বছর বয়সের ঊর্ধ্ব নারী-পুরুষদের এই টিকা দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, দুই দিনে সারা জেলায় ১ লাখ ৫৩ হাজার মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এই গণটিকা কর্মসূচি বুধবার শেষ হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি উপজেলায় ১১০টি কেন্দ্রের ৩০৬টি বুথে এই টিকা কার্যক্রম চলে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন গ্রহীতারা। সব কটি বুথেই টিকা নিতে আগ্রহীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টিকা নিতে আসা আগ্রহীদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি ছিলো।

কর্মসূচির শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা দান কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। এ সময় তিনি সুষ্ঠু পরিবেশে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে কেন্দ্র প্রধানদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরিদর্শন কালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত