Ajker Patrika

সানস্ক্রিনের সাদা প্রলেপ এড়াতে করণীয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২২, ১২: ২৬
সানস্ক্রিনের সাদা প্রলেপ এড়াতে করণীয়

সানস্ক্রিন ব্যবহারের পর ত্বকে একধরনের সাদা প্রলেপ পড়ে। সেটা অস্বস্তিকর হলেও এই প্রলেপই রোদে পোড়ার হাত থেকে ত্বক রক্ষা করে। এই উভয়সংকট থেকে মুক্তি পেতে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।

  •  ত্বকে সানস্ক্রিন লাগানোর অন্তত ১৫ মিনিট পর বাইরে যেতে হবে। এতে সানস্ক্রিন লোশন বা ক্রিম ত্বকে ভালোমতো বসে যাওয়ার সুযোগ পায়।
  • এমন একটি সানস্ক্রিন খুঁজে নিন, যেটা ব্যবহারে সাদার মতো দেখতে প্রলেপ কম পড়বে।
  •  এমন সানস্ক্রিন বেছে নিন, যেটি আপনার ত্বককে সূর্যরশ্মি থেকে রক্ষা করার পাশাপাশি আর্দ্র রাখতে সহায়তা করবে।
  •  সানস্ক্রিন লাগানোর সময় আঙুলের ডগায় নিয়ে ত্বকে না ঘষে চেপে চেপে লাগিয়ে নিন। তাহলে ত্বকে ক্রিম বসে যাবে এবং সাদা প্রলেপ থাকবে না।
  •  ত্বককে সূর্য থেকে রক্ষা করার সঙ্গে সঙ্গে আর্দ্র রাখতে চাইলে সানস্ক্রিন তেল ব্যবহার করুন। এটি খুব হালকা হওয়ায় ত্বকে ভালোমতো মিশে যায় এবং ত্বককে আর্দ্র করে ও কোমল রাখে।
  •  জেল সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। জেল সানস্ক্রিনে অ্যালোভেরার পরিমাণ বেশি থাকায় রোদে পোড়ার হাত থেকে ত্বক রক্ষা পায়। এটি ত্বকের সঙ্গে ভালোমতো মিশে যায়।
  • এসপিএফ বেশি আছে এমন ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। এতে থাকা সিরাম ত্বকের টোনকে ঠিক রেখে আপনাকে দেবে আর্দ্র অনুভূতি এবং রোদ থেকেও রক্ষা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত