Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য, ২৬ শ্যালো মেশিন ধ্বংস

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ২২
নিষেধাজ্ঞা অমান্য, ২৬ শ্যালো মেশিন ধ্বংস

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু তোলায় ২৬টি শ্যালো মেশিন ও ১ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় উপজেলা প্রশাসন ও সাফারি পার্ক, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জ যৌথ অভিযান চালিয়ে এসব শ্যালো মেশিন ধ্বংস করে।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।

৮ এপ্রিল আজকের পত্রিকায় ‘ইজারার শর্ত মানছেন না কেউ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে বন বিভাগ ও উপজেলা প্রশাসন।

প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ডুলাহাজারা-২ ও ডুলাহাজারা-৪ নামের দুটি বালু মহাল রয়েছে। এর একটি বালু মহাল ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা দেয়াল ঘেঁষে রয়েছে। জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে একটি চক্র অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি খনন করে বালু উত্তোলন করছিল। এতে পার্কের সীমানা দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়টি জানতে পেরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশ, সাফারি পার্ক ও বন বিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পাগলির বিলে ২৬টি শ্যালো মেশিন ধ্বংস করেন। এ ছাড়া বালু তোলার ১ হাজার ৫০০ ফুট পাইপ ভেঙে ফেলা হয়। অভিযানের খবর পেয়ে বালু তোলার সঙ্গে জড়িতরা সটকে পড়েন।

তবে গত দুই মাসে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও সাফারি পার্ক কর্তৃপক্ষ পাঁচবার অভিযান চালায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত শ্যালো মেশিন ও বালু তোলার পাইপ ধ্বংস করেন। অবৈধ বালু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত