Ajker Patrika

অপরিকল্পিত গতিরোধকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ৩১
অপরিকল্পিত গতিরোধকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সখীপুর-গোপিনপুর সড়কে দুর্ঘটনা রোধে বেশ কয়েকটি বাজারে গতিরোধক নির্মাণ করা হয়েছে। এসব গতিরোধকই এখন সড়ক দুর্ঘটনার মূল কারণ। অপরিকল্পিতভাবে স্থাপন করা ওইসব গতিরোধকের কারণে ঘটছে দুর্ঘটনা। এ সড়কে চলাচলকারী একাধিক ব্যক্তি জানিয়েছেন, গতিরোধক চিহ্নিতকরণে রং ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ না করায় ঘটছে দুর্ঘটনা।

সরেজমিন দেখা গেছে, সখীপুর-গোপিনপুর সড়কের সখীপুর বাজার থেকে তৈলধারা পর্যন্ত দৈর্ঘ্য মাত্র সাত কিলোমিটার। ওই সাত কিলোমিটার সড়কে তৈরি করা হয়েছে ১১টি গতিরোধক। এর মধ্যে সখীপুর পিএম পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের সামনে একটি, সখীপুর আবাসিক মহিলা কলেজের সামনে একটি, সূর্যতরুণ শিক্ষাঙ্গনের সামনে একটি, মহানন্দনপুর বাজারে পরপর তিনটি, তৈলধারা বাজার মসজিদের সামনে দুটি এবং তৈলধারা বাজারের কাছাকাছি তিনটি গতিরোধক স্থাপন করা হয়েছে।

এসব গতিরোধকের একটিতেও দেখা যায়নি কোনো সতর্কতামূলক চিহ্ন, পাওয়া যায়নি রঙের প্রলেপ। যেন মোটাসোটা কোনো গাছ সড়কের মাঝখানে ফেলে রাখা হয়েছে। ওই সড়কে অপরিচিত কোনো চালক তো বটেই, নিয়মিত চলাচল কারীরাও অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বাজারের দোকানদার ও ব্যবসায়ীরা নিজেদের খেয়াল-খুশি মতো এগুলো স্থাপন করেছেন। কিন্তু গতিরোধকগুলো উপকারে না এসে উল্টো বিপদ ডেকে আনছে।

ওই সড়কে নিয়মিত চলাচলকারী উপজেলার বাঘেবাড়ি গ্রামের গোলাম কিবরিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ সড়কে যতগুলো গতিরোধক বসানো হয়েছে, তার একটিও নিয়ম-নীতি মেনে তৈরি করা হয়নি। এসব গতিরোধকের আগে পরে নেই কোনো চিহ্ন, মনে হয় বড় কোনো উঁচু কালভার্ট পাড়ি দিচ্ছি। একটু অসাবধান হলেই দুর্ঘটনার কবলে পড়তে হয়।’

কাকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও মসজিদের সামনে গতিরোধক তৈরি করেছেন। প্রশাসনকে জানিয়ে গতিরোধকগুলো খুব দ্রুত রং দিয়ে চিহ্নিত করার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি কর্মকর্তা হাসান ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, সড়কটি রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের আওতাধীন। তবে যেকোনো সড়কে গতিরোধক স্থাপন করতে চাইলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দিতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত