Ajker Patrika

সংগ্রামী নারীর চরিত্রে রুনা খান

সংগ্রামী নারীর চরিত্রে রুনা খান

গ্রামের সাধারণ নারী কুলসুম। স্বামী ও দুই সন্তান নিয়ে তার সংসার। স্বপ্ন দেখে সন্তানদের মানুষের মতো মানুষ করার, স্বামী-সন্তান নিয়ে সুখে-শান্তিতে সংসার করার। সেই সুখের স্বপ্নে আসে কালো মেঘের হাতছানি। স্বামী জড়িয়ে পড়ে পরকীয়ায়। এ ঘটনায় কুলসুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছুতেই তা মেনে নিতে পারে না সে। সংসারে অশান্তি নেমে আসে। তবু হাল ছাড়ে না কুলসুম। শক্ত হাতে আঁকড়ে ধরে জীবননৌকার বৈঠাখানি। সন্তানদের বড় করতে হবে, মানুষ করতে হবে। সেই দায়িত্ববোধ তাকে শক্ত মানুষে পরিণত করে।

কাজের সন্ধানে ঢাকায় চলে আসে কুলসুম। পরিচয় হয় এক নারীর সঙ্গে। গল্পে আসে নতুন মোড়। এভাবেই এগিয়ে যায়। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে কৌশিক শংকর দাশ নির্মাণ করছেন ‘দাফন’ নামের সিনেমা। কুলসুম চরিত্রে অভিনয় করছেন রুনা খান।

২০২২ সালের শেষ দিকে কুষ্টিয়ায় শুরু হয় সিনেমার শুটিং; এরপর ঢাকায়। সম্প্রতি পুরো টিম আবারও প্যাচওয়ার্ক শুটে গিয়েছিল কুষ্টিয়ায়। আর দুই দিন শুটিং করলেই শেষ হবে কাজ। নির্মাতা জানালেন, আগামী জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ করা হবে। এরপর সুবিধাজনক সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘দাফন’।

কৌশিক শংকর দাশনির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘দাফন নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এতে। সব বাধা-প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্প। প্রথম যখন গল্পটি শুনেছিলাম, তখনই মনে হয়েছিল এ ঘটনা নিয়ে সিনেমা বানাব, দর্শকদের সামনে তুলে ধরব ঘটনাটি।’

রুনা খান বলেন, ‘কৌশিকদা যখন আমার সঙ্গে গল্পটি শেয়ার করেন, তখন গল্প ও চরিত্র—দুটোই ভীষণ পছন্দ হয়। আমি তো চরিত্রটির জন্য মুখিয়ে ছিলাম। সবাই খুব ভালো কাজ করেছেন। কৌশিকদা তাঁর পেশাদারত্বের জায়গা থেকে সর্বোচ্চ আয়োজন নিয়ে কাজটি করেছেন।’

দাফন সিনেমার চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও আওরঙ্গজেব। রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন সাইফ খান, প্রিয়ন্তী উর্বী, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত