Ajker Patrika

আগুনে কাঠগোলা পুড়ে ছাই

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪২
আগুনে কাঠগোলা পুড়ে ছাই

যশোরের মনিরামপুরে আগুন লেগে দুটি কাঠগোলা পুড়ে ছাই হয়েছে। এতে গোলা দুটির মালিকের অন্তত ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে মনিরামপুর বাজারের দোলখোলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দোকানে রাখা আসবাবপত্র, চিরাই করা কাঠ ও টিনের চালা পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দু ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত দোকান দুটি হচ্ছে সুমন ফার্নিচার ও দিঘি ফার্নিচার। সুমন ফার্নিচারের মালিকের নাম সুমন বিশ্বাস। তিনি হাকোবা গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে। আর দিঘি ফার্নিচারের মালিক তপন বিশ্বাস। তিনি একই গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে। পুড়ে যাওয়া দোকান দুটির অবস্থান পাশাপাশি।

ক্ষতিগ্রস্তদের দাবি কেউ শত্রুতা করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিখা ঘোষ বলেন, ‘দোকান দুটোর পাশেই আমার ঘর। রাত সাড়ে তিনটার দিকে মড়মড় শব্দে ঘুম ভেঙে যায়। এরপর বাইরে এসে দেখি পেছনে সুমনের কাঠগোলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় পাশের বাড়ি গিয়ে লোকজন ডেকে তুলি। তারপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে সুমনের গোলার পুরোটা আর তপনের গোলার অর্ধেক পুড়ে যায়। পরে তাঁরা দুই ঘণ্টা পানি মেরে আগুন নেভান।’

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, সুমনের দোকানে কয়েকটি খাট পালঙ্ক বানানো ছিল। গতকাল সেগুলো সরবরাহ দেওয়ার কথা ছিল। সুমনের প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তপনের ক্ষতি সুমনের ছেয়ে কিছুটা কম।

তপন বিশ্বাস বলেন, ‘আমার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করছি পরিকল্পিতভাবে গোলায় আগুন দেওয়া হয়েছে। দোকানের পেছনে জমি বিক্রি করবেন মালিক। আমাদের দোকানের মাঝে দিয়ে পথ দেবে ক্রেতাকে। এ জন্য ২-৩ মাস আগে আমাদের দোকান সরিয়ে ফেলতে বলেছে। আমরা সরাইনি। এতে কেউ শত্রুতা করতে পারেন।’

তপনের স্ত্রী সোনালি বিশ্বাস বলেন, ‘এ দোকানের পরে আমাদের সবকিছু। ৫ জনের সংসার চলে এর আয়ে। সাত মাস আগে আমার ৩ বছর বয়সী এক ছেলে নিউমোনিয়া হয়ে মারা গেছে।’

স্থানীয়রা বলছেন, ‘অনেক বছর আগে এখানে রাস্তার পাশে গাড়ি রাখলে তাতে আগুন দিয়ে দিত। ৩-৪ বছর আগে পাশের ইউনুস আকবরের বাড়িতে আগুন দিয়ে কয়েকটি মোটরসাইকেল পোড়ায় দেছে। মাঝে দিয়ে বন্ধ ছিল। এখন আবার আগুন দেওয়া শুরু হয়েছে।’

মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। দুই ফার্নিচার দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত