Ajker Patrika

মতলবে সবজির বাজার চড়া

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৬: ৪০
মতলবে সবজির বাজার চড়া

চাঁদপুরের মতলব দক্ষিণে বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। বাজারগুলোয় চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। আবার মাছ খেতে পছন্দ করেন এমন ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে বাড়তি টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন থেকে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন বাজারে বেড়েছে সবজিসহ মাছ, মুরগি ও গরুর মাংসের দাম। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা।

সরেজমিন উপজেলার নারায়ণপুর, নায়েরগাঁওসহ অন্যান্য বাজারে দেখা গেছে, শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। ফুলকপি বিভিন্ন আকারের প্রতিটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৯০ টাকা।

টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। পটোল, শসা, লাউ ও মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। গাজর ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। তবে পেঁপে ২০ টাকাসহ আলু ও ঝিঙার দাম কিছুটা কম।

বাজারের কাঁচা মাল বিক্রেতারা জানান, শীতকালীন সবজির সরবরাহ ক্রমান্বয়ে বাড়বে। তখন আনুপাতিক হারে দাম কমতে থাকবে।

অন্যদিকে মাছ-মাংসের বাজারেও দাম অনেকটা বেশি। ইলিশ ৫০০ থেকে আকারভেদে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে। পাবদা ৪০০ থেকে ৪৫০, রুই মাছ ৩০০ থেকে ৩২০ টাকা।

দেশি কই মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা। শিং মাছ ৫০০ থেকে ৬০০ টাকা। ট্যাংরা মাছ (দেশি) ৪৫০ থেকে ৫০০ টাকা। তবে সিলভার কাপ, পাঙাশ, তেলাপিয়া ১০০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া মুরগির দাম ওঠানামা করছে প্রতিদিন। এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা। দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা, লেয়ার মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। কোথাও কোথাও গরুর মাংস ৭০০ টাকা দরেও বিক্রি করতে দেখা গেছে।

বাজার করতে আসা মো. মহিউদ্দিন, মাধব সাহা ও ইসমাইল হোসেন জানান, শুধু সবজি আর মাছই নয়, কাঁচা বাজারের প্রতিটি পণ্যের দামই বেড়েছে। মাসে যে ইনকাম, সেই তুলনায় চলতে কষ্ট হচ্ছে।

ইউএনও ফাহমিদা হক জানান, মতলব দক্ষিণের বাজারগুলোয় শাকসবজিসহ মাছ, মাংসের মূল্য একশ্রেণির বিক্রেতা কারসাজির মাধ্যমে বৃদ্ধি করছেন। এ ব্যাপারে শিগগিরই তদারকি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত