Ajker Patrika

রাজপথে বিশৃঙ্খলা

সম্পাদকীয়
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫১
রাজপথে বিশৃঙ্খলা

যাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। মোটরসাইকেলের চালকদের ব্যাপারে এই অভিযোগ আনা হলেও এটা শুধু মোটরসাইকেল নয়, সব ধরনের বাহনের ক্ষেত্রেই প্রযোজ্য। রাজপথে যানবাহন চালানোর জন্য যে আইনকানুন রয়েছে, সেগুলো অমান্য করার প্রবণতার কারণেই দুর্ঘটনা বাড়ে। বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশা যেকোনো সময় লেন ভঙ্গ করে আকস্মিকভাবে অন্য লেনে চলে আসে—এ তো নিত্যদিনের অভিজ্ঞতা। ছোট ছোট ভ্যানগাড়ির গতি কম। কিন্তু তারা রাস্তার ডানদিক দিয়ে ধাবমান দ্রুতগতির গাড়ির চলার পথ রুদ্ধ করে রাখে। ব্যক্তিগত গাড়ির চালকদের সবাই যথাযথ আইন মেনে চলেন—এ রকম ভাবারও কোনো কারণ নেই। আর রিকশা? যন্ত্রযান আর অযান্ত্রিক যান একই রাস্তায় চলাচলের বিপদ যে কতটা, সেটা ভুক্তভোগীমাত্রই জানেন। আসলে রাজপথে বিশৃঙ্খলার জন্য আইন অমান্যকারী প্রতিটি যানবাহনকেই দায়ী করা যায়।

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মোটরসাইকেলের কথা আলাদাভাবে উঠে আসার কারণ আছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা পথে সময় নষ্ট হয় বলে অনেকেই মোটরসাইকেল বা স্কুটি কিনতে আগ্রহী হয়েছেন। দুই চাকার এই বাহনের বড় সুবিধা হলো, অল্প একটু জায়গা পেলেই অন্য বাহনকে পাশ কাটিয়ে বেরিয়ে আসা যায়, ফলে পথে সময় বাঁচে। কিন্তু এই সময় বাঁচানোর প্রক্রিয়াটি অন্য বাহনের চালকের জন্য দুর্ভোগের কারণ হয়।

মোটরসাইকেলচালকেরা যে যে কারণে রাজপথের দুর্ঘটনার জন্য হুমকিস্বরূপ, তার কয়েকটি হলো এ রকম: সীমার চেয়ে দ্রুতগতিতে বাহন চালনা, অন্য বাহনকে কোনো রকম সতর্ক না করেই বাঁ দিক দিয়ে ওভারটেক করা, যেকোনো সময় লেন পরিবর্তন করা, উল্টো দিক দিয়ে বাহন চালনা। মোটরসাইকেলের চালকদের অনেকেই পথের প্রচলিত আইন সম্পর্কে না জেনেই দিব্যি চালিয়ে যেতে পারেন তাঁদের বাহন। এ কথা অবশ্য অন্যান্য বাহন সম্পর্কেও প্রযোজ্য। যান চালনার লাইসেন্স পাওয়ার ‘সহজ উপায়’ জেনে নিয়ে কখনো কখনো বাজে চালকও রাজপথ শাসন করেন, তাঁরাই হয়ে ওঠেন দুর্ঘটনার কারণ।

তবে ইদানীং ঢাকার বাইরেও সড়কপথে মোটরসাইকেল দুর্ঘটনার খবর অনেক বেশি শোনা যাচ্ছে। ওপরের কারণগুলো তো রয়েছেই, সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে কারও নিজের মোটরসাইকেল থাকার সঙ্গে ক্ষমতারও সম্পর্ক রয়েছে। সেই ক্ষমতা দেখাতে গিয়েও কেউ কেউ দুর্ঘটনা ঘটিয়ে থাকেন। আর একদল চালক আছেন, যাঁরা তারুণ্যকে উপভোগ করতে গিয়ে বেসামাল হয়ে দুর্ঘটনা ঘটান। কখনো অন্য কোনো বাহনের সঙ্গে মারাত্মক দুর্ঘটনা ঘটান, কখনো বেসামাল হয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অথবা পাশের খাদে পড়ে জীবন হারান।

এই সবকিছু থেকেই পরিত্রাণ মিলতে পারে, যদি আইন মান্য করে বাহন চালানো হয়। কিন্তু সে কথা মানবে কে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত