Ajker Patrika

বাতিল চাল বিতরণ, আনসার কর্মকর্তা রাসেলকে অব্যাহতি

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫: ৩৯
বাতিল চাল বিতরণ, আনসার কর্মকর্তা রাসেলকে অব্যাহতি

রংপুর আনসারের সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদকে স্টোর ও রেশন কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বাহিনীর সদস্যদের মধ্যে ঈদের আগে পোকা ধরা আতপ চাল বিতরণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোহাম্মদ গাদ্দাফী স্বাক্ষরিত আদেশে গত বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে এতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেকেন্দার আলীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা স্টোর এবং রেশন বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা আনসার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২ হাজার ৬৮০ কেজি আতপ চাল আসে রংপুরে। নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয় মাত্র ৫০০ কেজি চাল। নিয়মবহির্ভূতভাবে এক বছরের প্রয়োজনের চেয়ে চার বছরের অতিরিক্ত চাল আসায় জেলার রেশন স্টোরে ২ হাজার ১০০ কেজিরও বেশি চাল রয়ে যায়।

সূত্র বলছে, আনসার সদস্যের পারিবারিক রেশন সামগ্রীর মধ্যে এক বছরে পাঁচ পর্বে আতপ চালের প্রয়োজন ছিল ৫৩৩ কেজি। কিন্তু জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে চাহিদা বাড়িয়ে দেওয়া হয়েছিল ২ হাজার ৬৬৮ কেজি। যা দিয়ে প্রায় পাঁচ বছরের চাহিদা পূরণ করা সম্ভব। জেলার চাহিদার পরিপ্রেক্ষিতে ২ হাজার ১৪৭ কেজি আতপ চাল বেশি আসে। প্রয়োজনের চেয়ে বেশি এই চাল পরে রেশন স্টোরে রাখা হয়।

বিষয়টি জানাজানি হলে সঙ্গে সঙ্গেই প্রধান কার্যালয় থেকে শোকজ করা হয় জেলা কার্যালয়কে। এর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ। এই চাল বিক্রি করে নতুন চাল কেনার শর্তে ক্ষমা করা হয় তাঁকে। কিন্তু ক্ষমার শর্ত ও বিতরণের নিষেধাজ্ঞা ভঙ্গ করে এক বছর স্টোরে ফেলে রেখে সেই পুরোনো চালই বিতরণ শুরু করেন এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত