Ajker Patrika

কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৩৪
কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী  পালিত

অকালপ্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সোমবার সকালে শোভাযাত্রা, কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও মোনাজাত।

সোমবার সকাল ৯টায় কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে শোভাযাত্রা, কবির কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদার, কবি হিমেলের বাল্যবন্ধু জানে আলম বাবু, মোংলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক মামুন, রুদ্র স্মৃতি সংসদের ক্রীড়া সম্পাদক লিটন শেখ, প্রচার সম্পাদক সাংবাদিক বায়জিদ হোসেন, অন্তর বাজাও শিল্পী গোষ্ঠীর প্রধান শিল্পী গোলাম মহম্মদ প্রমুখ।

রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, সম্মিলিত সাংস্কৃতিক জোট-মোংলা, সমুদ্র সাহিত্য পরিষদ-মোংলা, বন্ধু পর্ষদ-মোংলা, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতি, মোংলা সাহিত্য পরিষদ, আলোর পথে বন্ধু সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের যৌথ আয়োজনে এসব কর্মসূচি করা হয়।

হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। তিনি ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এখানেই কর্মরত ছিলেন।

কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত