Ajker Patrika

দক্ষ জনশক্তি তৈরির আহ্বান এভিয়েশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৮
দক্ষ জনশক্তি তৈরির আহ্বান  এভিয়েশনে

গত শতক ধরে এভিয়েশন খাত বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। এয়ারলাইন কোম্পানি, বিমানবন্দর, বিমান উৎপাদনের মাধ্যমে এ খাত জাতীয় আয়, কর্মসংস্থান এবং রাজস্ব বাড়াচ্ছে। এ খাতে বাংলাদেশের জন্য রয়েছে নানান সম্ভাবনা। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ উৎপাদন প্রয়োজন। সে লক্ষ্যে গত বছরের ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। তবে শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট তৈরি করা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল রাজধানীর বিএএফ শাহীন কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলাদেশের এভিয়েশন শিল্পের টেকসই উন্নয়নে শিল্প ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, চ্যালেঞ্জ ও অগ্রগতি বিষয়ে এক আলোচনা সভায় তাঁরা এ কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএসএমআরএএইউয়ের প্রশংসা করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টি অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস সম্পর্কিত বিষয়ে বিস্ময়কর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ বিষয়ে জ্ঞান সৃষ্টি এবং প্রসার করে যাচ্ছে। এভিয়েশন খাত একটি সেবামূলক খাত। শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গ্র্যাজুয়েট তৈরি করা প্রয়োজন। আশা করি বিএসএমআরএএইউ এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করবে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল এভিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত